তথ্যপ্রযুক্তি

পোকের আদলে এলো হ্যালো

জনপ্রিয় ‘পোক’ ফিচারের মতোই নতুন একটি ফিচার আনছে বিশ্বের শীর্ষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। এরইমধ্যে ‘হ্যালো’ নামে চালু করা ফিচারটিতে ব্যবহারকারীকে পরীক্ষামূলকভাবে কিছু সুবিধা দেওয়া হয়েছে।

Advertisement

নতুন এ ফিচারটি ব্যবহার করে কোনো বার্তা না লিখেই নির্দিষ্ট ব্যবহারকারীদের কাছে বার্তা বিনিময়ের আগ্রহের কথা জানানো যাবে।

এজন্য ব্যবহারকারীর প্রোফাইল পেজের উপরের দিকে একটি ট্যাব চালু হবে। নির্দিষ্ট ব্যক্তির প্রোফাইলে প্রবেশের পর ওই ট্যাবে ক্লিক করলে ওই ব্যক্তি ফেসবুক চালুর পরপরই তা জানতে পারবেন।

এরইমধ্যে যুক্তরাজ্যে স্বল্প পরিসরে হ্যালো ফিচারের কার্যকারিতা পরীক্ষা করে দেখছে ফেসবুক কর্তৃপক্ষ। এটি স্মার্ট ফোন ও ডেস্কটপ কম্পিউটারের উপযোগী হিসেবে তৈরি করা হয়েছে।

Advertisement

এসআর/এমএস