জাতীয়

স্বর্ণ ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক

রাজধানীতে আপন জুয়েলার্সের পাঁচটি শাখাসহ কয়েকটি জুয়েলারি প্রতিষ্ঠানকে হয়রানির প্রতিবাদ ও স্বর্ণ আমদানিতে সুষ্ঠু নীতিমালা প্রণয়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)।

Advertisement

বৃহস্পতিবার সমিতির মুখপাত্র মো. খুরশিদ আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অবিলম্বে হয়রানি বন্ধ ও স্বর্ণ আমদানির জন্য সুষ্ঠু নীতিমালা প্রণয়নের দাবিতে আমরা শুক্রবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট অব্যাহত থাকবে।

এর আগে সমিতির এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান খুরশিদ আলম।

Advertisement

সম্প্রতি একযোগে আপন জুয়েলার্সের পাঁচটি শাখায় অভিযান চালায় শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। এ সময় বিপুল পরিমাণ স্বর্ণ ও হীরার অলঙ্কার জব্দ করা হয়।

পরবর্তীতে গত ১৭ মে শুল্ক গোয়েন্দার কার্যালয়ে আপন জুয়েলার্সের স্বত্বাধিকারীদের জিজ্ঞাসাবাদ করা হয়।

ওই সময় এসব স্বর্ণ ও হীরার সব ধরনের কাগজপত্র থাকার দাবি করলেও কোনোটাই দেখাতে পারেননি তারা।

জেইউ/এমএমএ/পিআর/জেআইএম

Advertisement