একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের আকমল আলী তালুকদারসহ চার জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ও বিচার শুরুর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
Advertisement
একই সঙ্গে আগামী ৪ জুলাই এই মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষীর জবানবন্দি গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।
মামলার আসামিরা হলেন- আকমল আলী তালুকদার (৭৬), আব্দুর নুর তালুকদার ওরফে লাল মিয়া (৬২), আনিছ মিয়া (৭৬) ও আব্দুল মোছাব্বির মিয়া।
আকমল আলী তালুকদারকে ২০১৫ সালের ২৬ নভেম্বর গ্রেফতার করা হয়েছে। বাকিরা পলাতক রয়েছেন। এই চারজনই মৌলভীবাজার জেলার রাজনগর থানার বাসিন্দা।
Advertisement
রোববার ট্রাইব্যুনালের বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
আদালদতের শুনানিতে আজ রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী ও শেখ মোশফেক কবীর। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন আব্দুস সুবহান তরফদার।
এই মামলায় অভিযোগ গঠনের শুনানি গত ২৮ ফেব্রুয়ারি শেষ হয়। সেদিনই ১৭ এপ্রিল অভিযোগ গঠনের আদেশের জন্য দিন নির্ধারণ করেছিলেন ট্রাইব্যুনাল। তবে সেদিন একজন বিচারক ছুটিতে থাকায় আদেশের তারিখ পিছিয়ে ৭ মে নির্ধারণ করা হয়।
আসামিদের বিরুদ্ধে ২০১৬ সালের ২৩ মার্চ চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত প্রতিবেদনে তাদের বিরুদ্ধে আনুমানিক ১০২টি পরিবারের ১৩২টি ঘরে লুটপাট ও অগ্নিসংযোগ, ৬ জনকে ধর্ষণ, ৭ জনকে অপহরণ ও ৬১ জনকে হত্যা সংক্রান্ত দু’টি অভিযোগ আনা হয়েছে।
Advertisement
এফএইচ/এনএফ/এমএস