আন্তর্জাতিক

তানজানিয়ায় বাস দুর্ঘটনায় ৩৩ শিশু নিহত

তানজানিয়ায় এক বাস দুর্ঘটনায় ৩৬ জন নিহত হয়েছে। এদের মধ্যে ৩৩ জনই শিশু। আহত হয়েছে আরো দুই শিশু। শনিবার সকালে স্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি বাস গিরিখাদে পড়ে গেলে ওই হতাহতের ঘটনা ঘটে।

Advertisement

উত্তরাঞ্চলীয় কারাতু জেলায় ওই দুর্ঘটনা ঘটেছে। আরুবার পুলিশ কমান্ডার চার্লস এম কুমবো জানিয়েছেন, একটি পাহাড়ি এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল।

ওই পুলিশ কর্মকর্তা আরো জানিয়েছেন, এই দুর্ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে গাড়ির চালক হয়তো নতুন ছিলেন অথবা যান্ত্রিক ত্রুটি থাকতে পারে বলে উল্লেখ করেন তিনি।

দুর্ঘটনায় বাসের চালক এবং দু’জন শিক্ষকও নিহত হয়েছেন। দুর্ঘটনার পর দুই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। তারা গুরুতর আহত হয়েছে।

Advertisement

অন্য একটি স্কুলের পরীক্ষায় অংশ নিতে বাসটিতে করে যাচ্ছিল ওই শিক্ষার্থীরা। পরে বাসটি দুর্ঘটনার শিকার হয়। বাসে থাকা শিশুদের বয়স ১২/১৩য়ের মধ্যে।

দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট জন মেগুফুলি।

সরকারি তথ্য অনুযায়ী, প্রতি বছর তানজানিয়ায় ৩ হাজারের বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়।

টিটিএন/এমএস

Advertisement