কিউবায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। দেশের পশ্চিমাঞ্চলে একটি পাহাড়ি এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে। খবর বিবিসির।
Advertisement
এক সেনা বিবৃতিতে জানানো হয়েছে, দুই ইঞ্জিন বিশিষ্ট আনতোনোভ এএন-২৬ বিমান আরতেমিসা প্রদেশে বিধ্বস্ত হয়েছে। এটি রাজধানী হাভানা থেকে দূরবর্তী প্লাইয়া বারাকোয়া থেকে যাত্রা করেছিল।
বিমানটি কি কারণে বিধ্বস্ত হয়েছে তা জানা যায়নি। তবে দুর্ঘটনার পর পরই তদন্ত শুরু হয়েছে। বিমানটি লোমা ডে লা পিমিয়েনটা পাহাড়ে বিধ্বস্ত হয়েছে। ওই এলাকা হাভানা থেকে ৮০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।
সেনা বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, বিমানে থাকা ক্রসহ আটজন আরোহীই প্রাণ হারিয়েছেন।
Advertisement
এর আগে ২০১০ সালে কিউবায় একটি বিমান দুর্ঘটনায় ৬৮ জন নিহত হয়।
টিটিএন/এমএস