যেকোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে ভারত ঐক্যবদ্ধ উল্লেখ করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, মুসলমানরা বুঝতে পেরেছেন যে, ইসলামকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা হচ্ছে সন্ত্রাসবাদ। জম্ম-কাশ্মিরে জঙ্গিদের সহিংসতা নিয়ে এক প্রশ্নের জবাবে রোববার তিনি এসব কথা বলেন।
Advertisement
ভারতের এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুরো দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। মুসলমানরা বুঝতে পেরেছেন যে, ইসলামকে হেয়প্রতিপন্নের একটি চেষ্টা হচ্ছে সন্ত্রাসবাদ।
তিনি বলেন, কাশ্মির উপত্যকায় যে জঙ্গিরা সমস্যা তৈরির চেষ্টা করেছেন তাদেরকে উপযুক্ত জবাব দিয়েছে নিরাপত্তা বাহিনী।
এর আগে শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ দেশটির প্রতিরক্ষা ও অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে উচ্চ-পর্যায়ের এক বৈঠকে বসেন। বৈঠকে জম্মু-কাশ্মিরের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পরে রাজনাথ সিং বলেন, কাশ্মিরে হামলা চালাতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তরুণদের উসকানি দিচ্ছে পাকিস্তান।
Advertisement
এসআইএস/এমএস