খেলাধুলা

আবারও তিন সংস্করণের শীর্ষে সাকিব

সেরা অলরাউন্ডার হিসেবে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আগেই র‌্যাংকিংয়ের শীর্ষে ছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান। তবে মাঝে ভারতের রবিচন্দ্রন অশ্বিনের কাছে হারিয়েছিলেন টেস্টের মুকুট। তবে সে মুকুট পুনরুদ্ধার করেছেন বাংলাদেশের এ অলরাউন্ডার। ফলে সেরা অলরাউন্ডারের র‌্যাংকিংয়ের তালিকায় আবারও তিন সংস্করণে শীর্ষে উঠলেন দেশসেরা এ ক্রিকেটার।তবে শীর্ষে উঠলেও সাকিবের রেটিং পয়েন্ট আগের মতই আছে। তার রেটিং পয়েন্ট ৪৪১। ইংল্যান্ড সিরিজ শেষে ৪৯৩ রেটিং পয়েন্টে থাকা অশ্বিনের নেমে এখন হয়েছে ৪৩৪ পয়েন্ট। আর এ কারণেই শীর্ষস্থান হারান অশ্বিন।

Advertisement

মূলত বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই টেস্টে ব্যাটিংটা ভালো না হওয়ার কারণে পিছিয়ে পড়েছেন অশ্বিন। বেঙ্গালুরু টেস্টের শেষ ইনিংসে ৬ উইকেট নিলেও ব্যাট হাতে রান নেই অশ্বিনের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ ইনিংসে করেছেন মাত্র ২০ রান।এদিকে সাকিব ও অশ্বিনের পর তিন, চার ও পাঁচে আগের মতোই আছেন রবীন্দ্র জাদেজা, মিচেল স্টার্ক ও বেন স্টোকস।আরটি/এমআর/আরআইপি