খেলাধুলা

তিন হাজারি ক্লাবে মুশফিক

তিন হাজারি ক্লাবে মুশফিক

ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট খেলতে নেমে অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন মুশফিকুর রহীম। টেস্ট ক্রিকেটে তিন হাজারি ক্লাবে নাম লেখালেন। চতুর্থ বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়লেন ২৯ বছর বয়সী এই ক্রিকেটার।হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটিতে খেলতে নামার আগে তিন হাজারি ক্লাবে নাম তুলতে মুশফিকের দরকার ছিল ৭৮ রান। টেস্টের তৃতীয় দিনে সেই ৭৮ রান তো করেছেনই; দিন শেষে অপরাজিত আছেন ৮১ রানে। এর আগে বাংলাদেশের পক্ষে তিনজন ব্যাটসম্যান টেস্ট ক্রিকেটে তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। তারা হলেন- হাবিবুল বাশার সুমন, তামিম ইকবাল ও সাকিব আল হাসান। টেস্টে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান তামিমের; ৩৪৪৩। দ্বিতীয় স্থানে থাকা সাকিবের সংগ্রহ ৩২১৩। হাবিবুল বাশারের ৩০২৬। আর মুশফিকের নামের পাশে জমা আছে ৩০০৩ রান। এখন হাবিবুল বাশারকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় টাইগার অধিনায়ক।এনইউ/জেআইএম

Advertisement