আন্তর্জাতিক

ভ্রমণ এবং পর্যটন ব্যবসার ভালো সুযোগ কাতারে

ভ্রমণ এবং পর্যটন ব্যবসায়ীদের জন্য ভালো খবর এনেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। ভ্রমণ এবং পর্যটন খাতে বিনিয়োগের ভালো সুযোগ রয়েছে বলে নিশ্চিত করেছে মিনিস্ট্রি অব ইকোনমি অ্যান্ড কমার্স (এমইসি)।রাজধানী দোহাসহ দেশের বেশকিছু স্থানে পর্যাপ্ত ভ্রমণ এবং পর্যটন এজেন্সির অফিস নেই। সুতরাং ভ্রমণ এবং পর্যটন ব্যবসায়ীদের জন্য এটা খুব ভালো সুযোগ এবং তারা চাইলে সফলভাবে এসব স্থানে ব্যবসায় করতে পারবেন বলে পরামর্শ দিয়েছেন মন্ত্রণালয়ের এক উপদেষ্টা। ভ্রমণ এবং পর্যটন ব্যবসায়ের সম্ভাবনার দিকে জোর দিয়ে এমইসি জানিয়েছে, ভ্রমণ এবং পর্যটন খাতে বৈধভাবে কাজ করছে অল্প কিছু প্রতিষ্ঠান। বিভিন্ন স্থানে সক্রিয় লাইসেন্সধারীদের মধ্যে রয়েছে আল রায়ানে ৩২টি, দোহায় ১১টি, উম্মে সালালে ৬টি আল ওয়াকরায় ৫টি এবং আল জাকিরায় ২টি। এগুলোর মধ্যে ৩৩২টি ভ্রমণ এবং ৩২৭টি পর্যটন অফিস রয়েছে। অভ্যন্তরীণ পর্যটন অফিস রয়েছে মাত্র ১৪টি, ট্রাভেল এজেন্সি এবং ট্রুরিজম কোম্পানি সাতটি এবং পর্যটন জমি এবং যানবাহনের সঙ্গে জড়িত প্রতিষ্ঠান মাত্র তিনটি।  এমইসির রিপোর্ট অনুযায়ী, ভ্রমণ এবং পর্যটন খাতে বিনিয়োগের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এমইসি জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকায় জনসংখ্যার তুলনায় সক্রিয় লাইসেন্সধারীর সংখ্যা সীমিত। তাই এই ক্ষেত্রে সফল বিনিয়োগ সম্ভব।  আল রাইয়ানে একজন লাইসেন্সধারী ১৮ হাজার ৯২৮ জনকে, দোহায় ৮৬ হাজার ৯৫০ জনকে, উম্মে সালালে ১৫ হাজার ১৩৯ জনকে, আল ওয়াকরায় ৫৯ হাজার ৮০৭ জনকে এবং আল খোর ও আল জাকিরায় একজন লাইসেন্সধারী ১ লাখ ১ হাজার ১৫ জনকে সেবা দিচ্ছেন। একটি ভ্রমণ ও পর্যটন সংস্থা শুরু করতে একজন উদ্যোক্তাকে প্রথমেই ভালোভাবে প্রস্তুতকৃত একটি কর্মপরিকল্পনা এবং সম্ভাব্য সমীক্ষা যাচাইয়ের পর পর্যাপ্ত আর্থিক নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। এর পরেই অফিসের জন্য একটি উপযুক্ত অবস্থান খুঁজে বের করতে হবে। এই অফিস সেবা প্রতিষ্ঠান, ব্যাংক বা এয়ারলাইনের কাছাকাছি হওয়াটা বেশ গুরুত্বপূর্ণ। এছাড়া প্রতিষ্ঠানকে অবশ্যই ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) মান এবং নির্দেশনা মেনে চলতে হবে বলেও পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। টিটিএন/আরআইপি

Advertisement