জাতীয়

তিন বছরে ৪০ লাখ ৬৪ হাজার মামলা নিষ্পত্তি

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বর্তমান সরকারের আমলে গত তিন বছরে মোট ৪০ লাখ ৬৪ হাজার ৫৩৭ মামলার নিষ্পত্তি হয়েছে।  রোববার বিকেলে জাতীয় সংসদে ফিরোজা বেগম চিনু (মহিলা আসন-৩৩) ও স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর (পিরোজপুর-৩) প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন মামলাসমূহ নিষ্পত্তিকরণে সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, অতিসম্প্রতি ৯ম জুডিসিয়াল সার্ভিস পরীক্ষার মাধ্যমে ৭৯ সহকারী জজ/সমপর্যায়ের কর্মকর্তা নিয়োগক্রমে পদায়ন করা হয়েছে। এছাড়া ১০ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষার মাধ্যমে আরও ১১৫ সহকারী জজ/সমপর্যায়ের কর্মকর্তা নিয়োগের জন্য বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক ইতোমধ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা চলমান রয়েছে। অন্যদিকে বিভিন্ন আদালতে বিচারক নিয়োগ, বিচারকদের দক্ষতা বৃদ্ধি ও মানোন্নয়ন, জনবল নিয়োগসহ নানা উদ্যোগের কথা উল্লেখ করেন মন্ত্রী। এইচএস/এএইচ/আরআইপি

Advertisement