আমি সুন্দরী ছিলামম্যাডাম : কাল ৩ প্রকার। যেমন- অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কাল। উদাহরণ হিসেবে মনে করো- আমি সুন্দরী ছিলাম, সুন্দরী আছি এবং সুন্দরী থাকবো। এখন তোমরা কেউ কি ৩ প্রকার কালের উদাহরণ বলতে পারবে? শিমুল : ম্যাডাম, আমি পারব। ম্যাডাম : ওকে ফাইন, বল তাহলে। শিমুল : আপনার ধারণা ভুল ছিল, ভুল আছে এবং ভুল থাকবে।****গোপন রাখবো নাস্বামী : আজ আমি তোমার কাছে কিছুই গোপন রাখবো না। কী জানতে চাও বলো?স্ত্রী : আমিও। আচ্ছা, আমাদের বিয়ের আগে তোমার কি কোন মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল?স্বামী : না! তবে মাঝে মাঝে নাইট ক্লাবে যেতাম আর কি!স্ত্রী : তাই তো বলি তোমাকে এতো চেনা চেনা লাগছে কেন!****কম পেয়েছ কেনবাবা : কি ব্যাপার! এই সাবজেক্টে তুমি এত কম পেয়েছ কেন?ছেলে : অনুপস্থিতি।বাবা : কি? তুমি ওই পরীক্ষার দিন অনুপস্থিত ছিলে?ছেলে : আমি না, আমার সামনের জন!****জানালা দিয়ে ঢুকেছেনচিকিৎসক : আপনার চশমার পাওয়ারটা বদলাতে হবে। রোগী : আরে, আপনি আমার চোখ না দেখেই কীভাবে বুঝলেন? চিকিৎসক : কেননা আপনি দরজার বদলে জানালা দিয়ে ঢুকেছেন। এসইউ/পিআর
Advertisement