ভ্রমণ

নীলগিরিতে মেঘ-পাহাড়ের খেলা

বাংলাদেশের ভূ-স্বর্গ পার্বত্য জেলা বান্দরবান। মেঘ-পাহাড়ের খেলা দেখার পাশাপাশি পাহাড়ের চূড়ায় মেঘ ছুঁয়ে দেখার ইচ্ছা পূরণ করতে চাইলে যেতে হবে বান্দরবানের নীলগিরিতে। বান্দরবান শহর থেকে দক্ষিণ পূর্ব দিকে বান্দরবান-থানছি পথ ধরে যেতে হবে নীলগিরি। পাহাড়ি  আঁকাবাঁকা সড়কের ৪৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উচুঁতে পাহাড়ের চূড়ায় অবস্থিত স্থানটিই নীলগিরি ।মেঘ-পাহাড়ের খেলানীলগিরিতে আকাশ-মেঘ ভ্রমণপিপাসু মানুষকে হাতছানি দিয়ে ডাকে। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উচুঁতে অবস্থিত এই নীলগিরিতে সবচেয়ে বড় আকর্ষণ হল পাহাড় আর মেঘের খেলা উপভোগ করা। অবারিত সবুজ প্রান্তর যেখানে মিশে যায় মেঘের ভেলায়। এখানে মেঘের সাথে পাহাড়ের যেন আজন্ম বন্ধুত্ব। প্রকৃতি এ এলাকাটিকে সাজিয়েছে আপন মনের মাধুরী মিশিয়ে। এখানে ইচ্ছে করলেই ছোঁয়া যায় মেঘ, আকাশকেও মনে হয় বেশ কাছে। রাতে নীলগিরির সৌন্দর্য আরো বৈচিত্র্যময়।উপজাতীয় গ্রামবান্দরবানের গাছগাছালি ঘেরা পাহাড়, নদী, হ্রদ, ঝর্ণার অমোঘ সৌন্দর্যের টানে সারা বছর, বিশেষ করে বর্ষা মৌসুম জুড়ে দেশি-বিদেশি পর্যটকদের ভিড় লেগেই থাকে। নীলগিরির কাছাকাছি রয়েছে বেশ কয়েকটি ম্রো উপজাতিদের গ্রাম। নীলগিরির একদম কাছে কাপ্রু পাড়া, সহজেই পরিদর্শন করে ম্রো আদিবাসী সম্পর্কে জানতে পারবেন আপনিও।যেভাবে যাবেনবান্দরবান শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তায় চাঁদের গাড়ি নামক একধরনের বিশেষ গাড়ি ভাড়া পাওয়া যায়। যাতে ভাড়া ২৫শ’ থেকে ৩৫শ’ টাকা। গাড়ি ভাড়া করতে হবে নীলগিরি পর্যন্ত, পথে শৈলপ্রপাত, চিম্বুক পাহাড় ঘুরে নীলগিরি যাওয়া যাবে। প্রতিটি গাড়িতে ১০ থেকে ১২ জন যাত্রী বসতে পারবেন। এছাড়া জিপ, মাহেন্দ্র, সিএনজি-অটোরিকশা বা অন্যান্য হালকা গাড়িও পাওয়া যায়।যোগাযোগ ব্যবস্থা বান্দরবান জিপ স্টেশন থেকে  নীলগিরি যাওয়ার পথে সেনা চেকপোস্টে পর্যটকদের নাম ও ঠিকানা লিপিবদ্ধ করতে হবে। বান্দরবান জেলা সদর থেকে সাধারণত বিকেল ৫টার পর নীলগিরির উদ্দেশে কোন গাড়ি যেতে দেয়া হয় না।কোথায় থাকবেনদুর্গম পাহাড়ে নীলগিরি পর্যটন কেন্দ্রে গড়ে তোলা হয়েছে আকাশ নীলা, মেঘদূত, নীলাতানা নামে পর্যটকদের জন্য সকল সুবিধা সম্বলিত তিনটি কটেজ। কটেজগুলো রাত যাপনের জন্য ভাড়া পাওয়া যায়। তবে আগে থেকে তা বুকিং দিতে হয়। এছাড়া বান্দরবান শহরে অনেকগুলো বিভিন্ন মানের হোটেল রয়েছে। গাড়িগুলো এই হোটেলের সামনেই পাওয়া যায়।নীলগিরি ছাড়াও বান্দরবানে যেসব পর্যটন কেন্দ্র পর্যটকদের আকর্ষণ করে তার মধ্যে উল্লেখযোগ্য- নীলাচল, শৈলপ্রপাত, স্বর্ণমন্দির, চিম্বুক পাহাড়, প্রাকৃতিক জলাশয় বগালেক এবং মেঘলা পর্যটন কমপ্লেক্স।এএস/এসইউ/পিআর

Advertisement