তথ্যপ্রযুক্তি

বৃষ্টিতে ফোন সুরক্ষিত রাখার উপায় জানুন

বৃষ্টিতে ফোন সুরক্ষিত রাখার উপায় জানুন

বর্তমানে আবহাওয়ার মন বোঝা খুবই মুশকিল। এমনকি গুগলে ওয়েদার আপডেট দেখে বের হলেও যে কোনো মুহূর্তে পড়তে হচ্ছে বৃষ্টির মধ্যে। এ সময় পানি থেকে স্মার্টফোন সুরক্ষিত রাখা খুবই মুশকিল। তবে ফোনটিকে ওয়াটারপ্রুফ করা গেলে বড় সমস্যা থেকে বাঁচা সম্ভব।

Advertisement

কারণ স্মার্টফোনের যন্ত্রাংশগুলো খুবই সংবেদনশীল এবং সেগুলোতে পানি ঢুকলে কাজ করা বন্ধ করে দিতে পারে। তারপরে লোকেরা এই স্মার্টফোন মেরামত করতে প্রচুর অর্থ ব্যয় করে, কারণ ফোনের যন্ত্রাংশগুলো খুবই ব্যয়বহুল। তাই স্মার্টফোন সুরক্ষিত রাখার আরও কিছু উপায় জেনে রাখুন-

কাজে আসবে ওয়াটারপ্রুফ পাউচ বা জিপলক ব্যাগবৃষ্টিতে বাইরে বের হওয়ার সময় সর্বদা একটি ভালো মানের ওয়াটারপ্রুফ মোবাইল কভার বা জিপলক ব্যাগ সঙ্গে রাখুন। হঠাৎ বৃষ্টি বা জলের ছিটা থেকে আপনার ফোনকে রক্ষা করার এটি সবচেয়ে সহজ উপায়।

ভেজা হাতে ফোন চার্জ দেবেন নাবর্ষাকালে বৃষ্টিতে ভেজা হাতে বিদ্যুতের সংস্পর্শে এলেই সমস্যা। যদি আপনার হাত বা ফোনের চার্জিং পোর্ট ভেজা থাকে, তাহলে এটি চার্জিংয়ে রাখবেন না। এর ফলে ফোনে শর্ট সার্কিট হতে পারে অথবা আপনি বৈদ্যুতিক শক খেতে পারেন।

Advertisement

ভেজা অবস্থায় ফোন ব্যাটারি সেভার মোডে রাখুনবর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেশি থাকে, যা ফোনের ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি বাড়ায়। এই পরিস্থিতিতে ব্যাটারি দ্রুত শেষ হয়ে যেতে পারে। এই পরিস্থিতি এড়াতে ব্যাটারি সেভার মোড চালু রাখুন। বিশেষ করে যখন আপনি চার্জিং পয়েন্ট থেকে দূরে থাকেন।

যদি আপনার ফোন ভিজে যায়, তাহলে অবিলম্বে এটি বন্ধ করুনযদি আপনার ফোন ভিজে যায়, তাহলে অবিলম্বে এটি বন্ধ করুন। এটি শুকানোর জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না। পরিবর্তে, একটি পরিষ্কার এবং শুকনো কাপড় দিয়ে মুছুন। চাল বা সিলিকা জেল প্যাকেট দিয়ে ২৪ থেকে ৪৮ ঘণ্টা রাখুন।

সবার আগে আপনার ডাটা ব্যাকআপ করুনবর্ষাকালে আপনার ফোনের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। গুরুত্বপূর্ণ ফাইল, ছবি ও হোয়াটসঅ্যাপ চ্যাটের ব্যাকআপ গুগল ড্রাইভ বা আইক্লাউডে সংরক্ষণ করুন। এছাড়াও সময়ে সময়ে আপনার ল্যাপটপে ডাটা ট্রান্সফার করতে থাকুন।

ফোনের আর্দ্রতা দূর করতে ঘরোয়া টোটকা ব্যবহার করুনফোনের কভারে সিলিকা জেল বা ব্লটিং পেপার রাখুন যাতে এটি ভেতরে জমে থাকা আর্দ্রতা শোষণ করতে পারে। এই ব্যবস্থাগুলি ফোনকে ভেতর থেকে শুষ্ক রাখতে কার্যকর।

Advertisement

মজবুত, জলরোধী কেস কিনুনযদি আপনি সাইকেল বা স্কুটারে ভ্রমণ করেন, তাহলে এমন একটি কেস কিনুন যা IP68 রেটিং বা সামরিক-গ্রেড সুরক্ষা প্রদান করে। এটি ফোনকে পানি এবং শক থেকে রক্ষা করে।

চার্জিং পোর্ট পরিষ্কার রাখুনআর্দ্রতা ও ধুলো ইউএসবি-সি বা লাইটনিং পোর্টে ময়লা জমা হতে পারে, যার ফলে চার্জিংয়ে সমস্যা হতে পারে। কয়েকদিন অন্তর নরম ব্রাশ বা ব্লোয়ার দিয়ে পোর্টটি পরিষ্কার করুন।

বৃষ্টিতে কল করা এড়িয়ে চলুনআপনার ফোনটি পানি-প্রতিরোধী হলেও বৃষ্টিতে সরাসরি কানের কাছে রেখে কল করা ঝুঁকিপূর্ণ হতে পারে। এক্ষেত্রে তারযুক্ত ইয়ারফোন বা ব্লুটুথ ডিভাইস ব্যবহার করা ভালো হবে।

ফোনের তাপমাত্রার দিকে নজর না রাখলেই বিপদবর্ষাকালে আর্দ্রতা ফোনকে অতিরিক্ত গরম করতে পারে। চার্জ করার সময় যদি ফোনটি অতিরিক্ত গরম অনুভূত হয়, তাহলে অবিলম্বে চার্জিং বন্ধ করুন এবং ঠান্ডা হতে দিন।

আরও পড়ুন সোশ্যাল মিডিয়া নজর রাখছে আপনার ব্যক্তিগত জীবনেও পানি ছাড়াও যেসব কারণে স্মার্টফোন নষ্ট হতে পারে

কেএসকে/এএসএম