কৃষি ও প্রকৃতি

উৎপাদনশীলতা বাড়াতে দক্ষ বেসরকারি খাতের প্রয়োজন : কৃষিমন্ত্রী

উৎপাদনশীলতা বাড়াতে দক্ষ বেসরকারি খাত গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। রোববার জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে মতিঝিলের ফেডারেশন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।মতিয়া চৌধুরী বলেন, পেটে ভাত না থাকলে যেমন প্রাণ থাকবে না, তেমনি মেধা না থাকলে আমরা জাতিকে দক্ষভাবে গড়ে তুলতে পারবো না। চরম সংকটকালে চ্যালেঞ্জ নিয়ে পাটের আইপিও (আন্তর্জাতিক মেধাস্বত্ব নিবন্ধন) রক্ষায় সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা জামদানির আইপিও হারিয়ে ফেলেছি। কিন্তু যে পাটের জন্য স্বাধীনতা পেয়েছি, সেই পাটের আইপিও হারালে আমাদের গলায় দড়ি দেওয়া ছাড়া উপায় ছিল না।কৃষি যন্ত্রপাতি আমদানি ও প্রস্তুতকারকদের উদ্দেশে কৃষিমন্ত্রী বলেন, আপনারা হালকা, ছোট ও টেকসই যন্ত্রপাতি আমদানি ও প্রস্তুত করুন। কারণ আমাদের জমি কমছে। ছোট জমিতে বড় ও ভারি যন্ত্রপাতি দিয়ে জমি চাষাবাদ করা অসম্ভব হয়ে ওঠে।দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, যে বিশ্বব্যাংক এক সময় আমাদের অপবাদ দিতে চাইত, আজ তারাই এখন আমাদের নিম্ন-মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে।ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও), শিল্প মন্ত্রণালয় ও দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) আয়োজিত এ সেমিনারের সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুষেণ চন্দ্র দাস। এছাড়া সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, কৃষি মন্ত্রণালয়ের সবিচ মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ, এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ প্রমুখ।এমইউএইচ/আরএস/পিআর

Advertisement