জাগো জবস

দেড় হাজার শিক্ষক নেবে সেকায়েপ

বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি অ্যাডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহ্যান্সমেন্ট প্রজেক্টে (সেকায়েপ) দেড় হাজার শিক্ষক নেয়া হবে। অাগ্রহীরা ২১ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: সেকেন্ডারি অ্যাডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (সেকায়েপ)পদের নাম: অ্যাডিশনাল ক্লাস টিচারবিষয়ের নাম: ইংরেজি, গণিত, পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞানপদসংখ্যা: ১,৫০০ জনশিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) হতে হবে। স্নাতক (পাস) কোর্সের শিক্ষার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে ৩০০ নম্বরের কোর্স সম্পন্ন হতে হবে। স্নাতক (সম্মান ও পাস) পর্যায়ে ৫০ ভাগ বা সিজিপিএ ৪-এ ২.৫ থাকতে হবে।বেতন: স্নাতকে প্রথম শ্রেণিপ্রাপ্ত শিক্ষকদের ২৫,০০০ টাকা। দ্বিতীয় শ্রেণিপ্রাপ্তদের বেতন হবে ২২,০০০ টাকা।চুক্তির মেয়াদ: ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্তআবেদনের নিয়ম: সেকায়েপের ওয়েবসাইট www.seqaep.gov.bd এর মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের শেষ সময়: ২১ জুলাই ২০১৬সরাসরি জমা দেয়ার শেষ সময়: ৩০ জুলাই ২০১৬সূত্র: প্রথম আলো, ০৩ জুলাই ২০১৬এসইউ/এমএস

Advertisement