আন্তর্জাতিক

অনার কিলিং ইসলাম বিরোধী

পাকিস্তানে পরিবারের সম্মান রক্ষায় এ পর্যন্ত বহু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পরিবারের অমতে বিয়ে করলেই মেয়েকে তার পরিবার পুড়িয়ে বা অন্যভাবে হত্যা করছে। একটি মুসলিম রাষ্ট্রে এ ধরনের হত্যাকাণ্ড সত্যিই মেনে নেয়া যায় না। খবর বিবিসির। সম্প্রতি দেশটিতে এ ধরনের হত্যাকে ইসলাম বিরোধী বলে ঘোষণা দেয়া হয়েছে। দেশের রাষ্ট্রীয় সংস্থা কাউন্সিল অব ইসলামিক আইডিওলজি এই ঘোষণা দিয়েছে।`অনার কিলিং` নামে পরিচিত এধরনের হত্যাকাণ্ড পাকিস্তানে উদ্বেগজনক হারে প্রচলিত রয়েছে। গত সপ্তাহেই পরিবারের অমতে বিয়ে করার কারণে এক তরুণীকে পুড়িয়ে মেরেছে তার মা। এর আগেও এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বছর পরিবারের সম্মানহানী হওয়ায় কমপক্ষে ১১শ নারী নিজের পরিবারের সদস্যদের হাতে হত্যার শিকার হয়েছেন।দেশটির মানবাধিকার কমিশন জানিয়েছে, এ ধরনের হত্যাকাণ্ড বেড়ে যাওয়ায় বেশ উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তাই এ ধরনের হত্যাকাণ্ড ঠেকাতে দ্রুত পদক্ষেপ নেয়া উচিত। টিটিএন/এবিএস

Advertisement