‘ইন্ডিয়া কতুর উইক- এর জমকালো সূচনা হয়েছে ২৩ জুলাই, দিল্লির তাজ প্যালেস হোটেলে। সপ্তাহজুড়ে চলছে দেশসেরা ডিজাইনারদের চমকপ্রদ কালেকশনের উপস্থাপনা। ৭ম দিনে বলিউড অভিনেত্রী সারা আলী খান ধরা দেন তরুণ ডিজাইনার আয়েশা রাওয়ের শো স্টপার হয়ে। এই ফ্যাশন উৎসবে সব লাইমলাইট সারা নিজের দিকে টেনে নিয়েছেন।
Advertisement
আয়েশা রাওয়ের তার কতুর ফল কালেকশনের নামকরণ করেছেন ‘ওয়াইল্ড অ্যাট হার্ট’। মানে পরাবাস্তববাদী গল্পের মাধ্যমে প্রাণবন্ত, অদম্য নান্দনিকতার মিশ্রণকে উদযাপন করা। ঐতিহ্যবাহী পোশাকে আধুনিক কাটছাঁট ও নতুন ভাবনাকে গুরুত্ব দিয়েছেন।
আশেয়ার ডিজাইন করা সারা আলী খানের লেহেঙ্গাটিতে ছিল ভারতীয় ঐতিহ্যবাহী কারুকাজও সমসাময়িক ট্রেন্ডের বহিঃপ্রকাশ। রানওয়েতে তাকে দেখে মনে হচ্ছিল তিনি যেন প্রকৃতির সঙ্গে হেঁটে আসছেন। লেহেঙ্গার স্কার্ট জুড়ে ছিল কলা পাতা, পদ্ম ফুল, তাল গাছ এবং বন্য উদ্ভিদের মোটিফ। বেনারসি টিস্যুর জটিল অ্যাপ্লিকের সঙ্গে জ্যামিতিক চেক এবং ফুলের নকশায় ফুটে উঠে প্রকৃতির নানা রূপ। সিকুইন-ভরা বহু রঙের ফুলের মোটিফ দিয়ে সজ্জিত অফ-শোল্ডার ক্রপড ব্লাউজটিতে হ্যাল্টার নেক দিয়ে ডিজাইন করা হয়েছে। যাতে সারা আলী ধরা দিয়েছে পরিপূর্ণ দেশি রূপে। সব মিলিয়ে এই পোশাকটি ছিল বন্য এবং প্রকৃতির প্রেমের চিঠি।
সারা পোশাকের সঙ্গে পরেছিলেন শ্রী জুয়েলার্সের ফুলের কানের দুল এবং হীরা খচিত হাত পাশা। যা তার পুরো আউটফিটে এনে দেয় রাজকীয় আভিজাত্য। তবে হেয়ারস্টাইল ছিল একেবারে সাদামাটা। খোলা চুলে হালকা কার্লি করেছিলেন। মিনিমাল মেকআপে ন্যুড লিপ কালার আর হালকা ব্লাশে সারার মোহনীয় রূপ পোশাকটিকে আরও উজ্জ্বল করে তুলেছিল।
Advertisement
সূত্র: এনডিটিভি
আরও পড়ুন পুরুষদের পোশাকে আভিজাত্য আনবে যেসব কালার কম্বিনেশন উইম্বলডনে অতিথিরা যে পোশাক পরেছিলেনএসএকেওয়াই/কেএসকে/জিকেএস