সাহিত্য

শুভ রামের কবিতা: অলীক আলো

শুভ রামের কবিতা: অলীক আলো

এখনো কি তোমরা দেখো, সে আলো; যে আমাদের জীবনের পথ ধরে যায়।এমন এক আলো, যা শুধু চোখে নয়,হৃদয়ে জ্বলে ওঠে—প্রতিটি মুহূর্তে।

Advertisement

তোমরা কি জানো, যখন সূর্য ডুবে যায়—তখন অন্ধকারে চুপচাপ এক তারা জ্বলে ওঠে,সেই তারা একদিন তোমাদের প্রজ্জ্বলিত করে।

মানুষের গল্প তো কখনো শেষ হয় না।কেবল গল্পই নয়—শক্তি, সাহস এবং অসীম ভালোবাসা একদিন স্মৃতিতে থাকে।যেমন এক নদী ছুটে চলে পাহাড়ের তলেমনে রেখে দেয় তার প্রতিটি বাঁক;তেমনই জীবন—দীর্ঘ যাত্রা, সুন্দর স্মৃতি।

আমরা কেউ হারাইনি—খুঁজে পাইনি কেবল পথ।যেখান থেকে স্বপ্নেরা শুরু হয়, ফিরে আসতে চায়।

Advertisement

এই আলো এই জীবনের অসম্পূর্ণ গল্পযে গল্প কখনো শেষ হবে না—কারণ আমাদের আলো কখনো মরে না,যতদূর সময় যাবে; ততদূর আমরা থাকবো।যতদূর কোনো এক মুহূর্তে—একত্রিত হবে, এই আলোতেই।

এসইউ/জেআইএম