ইনজুরি তাকে কোনোভাবেই ছাড়ছে না। মাঠে নামলেই কোনো না কোনো ইনজুরিতে পড়ছেনই। যার ফলে ফিফা ক্লাব বিশ্বকাপে ফ্লুমিনেন্সের হয়ে খেলার সুযোগ থাকলেও নেইমার সেটা গ্রহণ করলেন না। নিজের ফিটনেস ঠিক করার দিকেই মনযোগী হলেন।
Advertisement
অবশেষে সান্তোসের জার্সিতে ব্রাজিলিয়ান লিগ ‘ব্রাসিলিয়েরো সিরি-আ’তে পুরো ম্যাচ খেললেন এই সুপারস্টার এবং মৌসুমে প্রথম গোলেরও দেখা পেলেন তিনি। ক্লাব বিশ্বকাপ খেলে আসা ফ্লামেঙ্গোর বিপক্ষে নেইমারের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পেলো সান্তোস।
ফ্লামেঙ্গোর বিপক্ষে পুরো ম্যাচ খেলা এবং গোল করে জয়ে অবদান রাখার পর নেইমার এটাকে বর্ণনা করলেন, তার ‘নতুন শুরু’ হিসেবে। ম্যাচের ৮৪তম মিনিটে সান্তোসের একমাত্র গোলটি আসে নেইমারের পা থেকে।
ব্রাসিলিয়েরো সিরি-আ’তে ১৩ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে ফ্ল্যামেঙ্গো। এই জয়ে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে রয়েছে নেইমারের সান্তোস।
Advertisement
ম্যাচ শেষে নেইমার বলেন, ‘ম্যাচে আক্রমণ এবং রক্ষণ উভয় ক্ষেত্রেই অবদান রাখতে পেরে আমি সত্যিই খুব খুশি। আমার মতে, ফ্ল্যামেঙ্গো লিগের সেরা দল। এই দলটির বিপক্ষে জয়, আমাদের জন্য একটি নতুন শুরু। আমরা দেখিয়েছি যে আমরা ব্রাসিলিরাওতে যে কোনো দলের বিপক্ষে জিততে পারি।’
সর্বশেষ গত ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ ইন্টার ডি লিমেইরার বিপক্ষে পুরো সময় খেলতে পেরেছিলেন নেইমার। এরপর থেকে আরও বেশ কিছু ম্যাচ খেললেও পুরো সময় মাঠে থাকতে পারেননি।
বছরের শুরুতেই সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে নিজের শৈশবের ক্লাব সান্তোসে এসে নাম লিখেন নেইমার। কিন্তু প্রথম থেকেই বারবার পেশিতে সমস্যার কারণে তাকে মাঠের বাইরে থাকতে হচ্ছিল। এবার ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে পুরো সময় খেলতে পারায় বেশ উচ্ছ্বসিত নেইমার।
তিনি বলেন, ‘প্রতিটি ম্যাচেই আমি পুরো ৯০ মিনিট খেলতে চাই। আমি হয়তো শতভাগ ফিট নই। তবে প্রতিদিনই আমি একটু একটু করে ভালো বোধ করছি। আমি চাই সবচেয়ে ভালো অবস্থায় পৌঁছাতে। এ জন্য কিছুটা সময় লাগবে। খেলা এবং অনুশীলনের মধ্য দিয়েই এটা অর্জন করতে হবে। আমার শরীর এখনও সবকিছু মানিয়ে নিচ্ছে এবং সবকিছুর সাথে অভ্যস্ত হয়ে উঠছে। আমার যে ইনজুরি ছিল, সেটা মোকাবেলা করা খুব একটা সহজ নয়।’
Advertisement
আইএইচএস/