আপনি কি জানেন ‘ইমোজি’ শব্দটির মানে কী? শুনতে মনে হতে পারে এর সঙ্গে আবেগ বা ‘ইমোশন শব্দটির নিশ্চয় কোনো সম্পর্ক আছে। কিন্তু আসলে বিষয়টি মোটেই তা নয়।
Advertisement
এটা মূলত দু’টি জাপানিজ শব্দের সমষ্টি। ই-মানে ছবি, আর মোজি-অর্থ অক্ষর। অর্থাৎ, যে ছবি অক্ষরের মতো ব্যবহার করা হয়। অনেকটা প্রাচীন হাইরোগ্লিফিক্স বা প্রাচীন মিশরীয় চিত্রলিপির মতো! আচ্ছা, কখনো কি আপনার স্মার্টফোনে ক্যালেন্ডারের ইমোজিটা বের করে দেখেছেন? বের করে দেখুন, তারিখটা আজকের! তাই আজকের দিনটিকে (১৭ জুলাই) বিশ্ব ইমোজি দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
ইমোজি এখন শুধু ব্যক্তিগত চ্যাটে নয়, অফিসের ইমেইল, বিজ্ঞাপন বা প্রচারণাতেও ব্যবহার করা হয়। এটি ভাষার সীমা ভেঙে বিশ্বজুড়ে মানুষের মধ্যে সহজ যোগাযোগ তৈরি করেছে।
শুধু মজা নয়, আবেগের ভাষাইমোজি এখন আর কেবল মজার ছোট ছবি নয়, এটি হয়ে উঠেছে আবেগ প্রকাশের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। যখন আপনি কোনো মেসেজে বা সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে শুধু মুখের হাসি আর চোখে পানির একটি ইমোজি দেন তখন পাঠক বুঝে যায় আপনি আনন্দ পেয়েছেন। বা, একটি রাগান্বিত মুখের ইমোজি দিলেই বোঝা যায় আপনি বিরক্ত বা ক্ষুব্ধ।
Advertisement
>> এই ছোট ছবিগুলো আপনার ব্যক্তিগত বার্তাকে আরও প্রাণবন্ত করে তোলে।
>> ভাষাগত জটিলতা কমায়।
>> জটিল অনুভূতি প্রকাশে সাহায্য করে
ইমোজি এখন এক ধরনের সাংকেতিক ভাষাআজকের দিনে ইমোজিকে বলা যায় এক ধরনের দৃশ্য-ভিত্তিক বা সাংকেতিক ভাষা।যেমন- একটি লাল রঙের হৃদয় ইমোজি ভালোবাসা বোঝায়, আবার একটি সাপের ছবি অনেক সময় বিশ্বাসঘাতকতা বা নেতিবাচক অর্থে ব্যবহার হয়।
Advertisement
তবে একই ইমোজি ভিন্ন সংস্কৃতিতে ভিন্ন অর্থ বহন করতে পারে। যেমন- দুই হাত জোড় করা একটি ইমোজি অনেক দেশে কৃতজ্ঞতা বোঝায়, আবার কোথাও তা ক্ষমা চাওয়া বা প্রার্থনার প্রতীক। অনেকে বলেন এটি দুজন মানুষের হতে তালি বা হাইফাইভকে বোঝায়।
শুধু মেসেজে নয়, অফিসেও ইমোজি!ইমোজির ব্যবহার এখন ব্যক্তিগত মেসেজ ছাড়িয়ে চলে গেছে অফিস, বিজ্ঞাপন ও প্রচারণার জগতে।
অফিস ইমেইলে ব্যবহৃত হয় অনুভূতি বোঝাতে, সোশ্যাল মিডিয়া পোস্টে ইমোশন যুক্ত করতে, বিজ্ঞাপন বার্তায় গ্রাহকের সঙ্গে দ্রুত সংযোগ গড়তে। এভাবে ইমোজিগুলো ভাষার সীমা পেরিয়ে বিশ্বব্যাপী মানুষের যোগাযোগ সহজ করেছে।
আপনি কি জানেন যে, ইউনিকোড স্ট্যান্ডার্ডে বর্তমানে তিন হাজারের বেশি ইমোজি রয়েছে? এর সঙ্গে প্রতি বছর নতুন নতুন ইমোজি যোগ হয়।
তাহলে কি ইমোজি একটি ভাষা?পুরোপুরি একটি ভাষা না হলেও, ইমোজিকে বলা যায় এক ধরনের ডিজিটাল অনুভূতির ভাষা। শব্দ না বলেও কেউ কী বোঝাতে চাইছে, তা শুধু একটি ছবির মাধ্যমে বোঝা সম্ভব হয়। অনেকটা সাইন ল্যাঙ্গুয়েজের মতোই, যেখানে অঙ্গভঙ্গি ভাষার বিকল্প হয়ে দাঁড়ায়।
ইমোজি আমাদের আবেগ প্রকাশকে সহজ করেছে, ভাষার সীমা ভেঙে বিশ্বজুড়ে মানুষের মধ্যে এক নতুন ধরণের যোগাযোগ তৈরি করেছে। তাই এটি শুধু প্রযুক্তির অগ্রগতির ফল নয়, বরং একটি নতুন প্রজন্মের সাংস্কৃতিক অভিব্যক্তি। আজ আপনি কী অনুভব করছেন? হয়তো সেটাও বোঝানো যাবে শুধুমাত্র একটি ইমোজি দিয়েই।
সূত্র: টাইম, ডেইজ অব দ্য ইয়ার
এএমপি/জেআইএম