ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) পদযাত্রাকে কেন্দ্র করে যে কোনো সহিংসতা এড়াতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
Advertisement
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৩টা ৫৫ মিনিটে বিজিবি সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ফরিদপুরে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে যে কোনো সহিংসতা এড়াতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এর আগে বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
Advertisement
আজ দুপুর ২টার দিকে ফরিদপুর শহরের সার্কিট হাউজের সামনে থেকে এনসিপির হাজারো নেতাকর্মী পদযাত্রা শুরু করেন। সার্কিট হাউজ থেকে শুরু হয়ে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে পদযাত্রাটি শেষ হয়।
টিটি/এমএএইচ/এমএস