বিনোদন

সায়ানের কণ্ঠে জুলাইয়ের নতুন গান

সায়ানের কণ্ঠে জুলাইয়ের নতুন গান

সংগ্রামের পথচলায় সবসময় কণ্ঠে-কবিতায় প্রতিবাদ তুলে ধরেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। রাজপথেও তার অবস্থান থাকে প্রথম সারিতে। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময়ও তার অবস্থান ছিল সেই প্রতিবাদী চেতনার কেন্দ্রবিন্দুতে। সে সময় তার গাওয়া ‘ভয় বাংলায়’ গানটি ব্যাপক আলোচনায় আসে।

Advertisement

এবার সেই অভ্যুত্থানের এক বছর পূর্তিতে সায়ান ফিরেছেন নতুন একটি গান নিয়ে। ‘আমি জুলাই-এর গল্প বলবো বন্ধু’ শিরোনামে গানটি ১৫ জুলাই প্রকাশ পেয়েছে তার নিজস্ব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।

গানটি সম্পর্কে সায়ান বলেন, ‘২০২৪ সালের ৩৬ দিনের অভ্যুত্থান ছিল এই দেশের ইতিহাসে এক অনন্য মুহূর্ত।সেখানে মানুষ নিরস্ত্র হয়ে রুখে দাঁড়ায় স্বৈরশাসনের বিরুদ্ধে। দীর্ঘ দেড় দশক ধরে চলা বিচ্ছিন্ন প্রতিরোধ এক হয়ে গিয়েছিল সেই আন্দোলনে, যা অবশেষে পতন ঘটায় এক দমনমূলক ক্ষমতার। সেই অভিজ্ঞতা, সেই লড়াইয়ের রক্তাক্ত সৌন্দর্যই ফুটে উঠেছে এই গানে।’

‘আমি জুলাই-এর গল্প বলবো বন্ধু’ গানটি সায়ান উৎসর্গ করেছেন বিশ্বজুড়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যাওয়া সংগ্রামী মানুষদের। তার কথায়, ‘এই গান সেই বিজয়ের জুলাইয়ের গল্প। উৎসর্গ করি তাদের যারা মানুষের প্রতিরোধের শক্তিতে আস্থা রাখেন। যারা নিপীড়কের বিরুদ্ধে দাঁড়াতে ভয় পান না, এমনকি যদি প্রাণও দিতে হয়। আমি বিশ্বাস করি মাটি ও মানুষের শক্তিতে। তাই এই গান তাদের জন্য, যারা আগামীর সংগ্রামে সাহস নিয়ে এগিয়ে যাবেন।’

Advertisement

গানের কথা, সুর ও কণ্ঠ সায়ানের নিজস্ব। সংগীতায়োজন করেছেন শফিকুজ্জামান শাওন, আর গানের অ্যানিমেশন ভিডিও নির্মাণ করেছেন সুরঞ্জিত কুমার রক্ষিত।

এলআইএ/এএসএম