ক্যাম্পাস

ঢাবিতে ছাত্রদলের মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ

ঢাবিতে ছাত্রদলের মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ

সারদেশে অব্যাহত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালীতে বিএনপি নেতা আব্দুর রহিম সিকদার হত্যার বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

Advertisement

বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মশাল মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টিএসসি এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটি।

মিছিলে অংশগ্রহণকারীরা ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘আইনশৃঙ্খলার অবনতি, ইন্টেরিমের এ কোন নীতি’, ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’সহ নানা স্লোগান দেন।

মশাল মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। তিনি বলেন, পরশুদিন কক্সবাজারে ইউনিয়ন জামায়াতের এক ঘাতক বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রহিম উদ্দিন সিকদারকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা এই হত্যার সর্বোচ্চ বিচার দাবি করছি। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তাহীনতা ও ক্রমাবনত আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে আমাদের এই কর্মসূচি।

Advertisement

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের পর যে সরকারকে ছাত্রজনতা বিশ্বাস করেছিল, সেই সরকার আজ এক বছরে ১২৪৫টি হত্যাকাণ্ড রোধে ব্যর্থ হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে সংস্কার তো দূরের কথা, বরং সন্ত্রাসী গোষ্ঠী দ্বারা সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।

ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এ সময় বলেন, একটি লম্পট গোষ্ঠী নিজেদের ‘বাইতুল মাল’ ও ‘হাদিয়া’র নাম করে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। ইসলামী ব্যাংক লুটপাটের সঙ্গে জড়িত এই গোষ্ঠী আজ বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। আমরা স্পষ্ট ভাষায় বলছি, যারা আলো ছেড়ে অন্ধকারের দিকে যাচ্ছে, তাদের পরিণতি হবে পিন্ডির পথে।

ছাত্রদল নেতারা অভিযোগ করেন, জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ আওয়ামী লীগের পুনর্বাসনে কাজ করছে। রহিম হত্যাকাণ্ডের বিচার যদি দ্রুত না করা হয়, তাহলে এ সরকারের দায়িত্বশীলতার ওপর জাতির আস্থা থাকবে না।

বক্তারা বলেন, জুলাই এখনো শেষ হয়নি। আমরা দেখতে পাচ্ছি জুলাইয়ের চেতনা বিক্রি করে অনেক সুযোগসন্ধানী আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। কক্সবাজারে আমাদের ভাই আব্দুর রহিমকে জামাতের সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অনতিবিলম্বে এই হত্যার বিচার নিশ্চিত করতে হবে।

Advertisement

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাবি শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাসুম বিল্লাহ, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সাংগঠনিক সম্পাদক নুরুল আলম ভূঁইয়া ইমন প্রমুখ নেতারা।

এফএআর/এএমএ