আগের দুই টি-টোয়েন্টিতে সুযোগ পাননি। ফিরেই ম্যাচ জেতানো বোলিং করলেন শেখ মেহেদী। কলম্বোয় সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে তার দুর্দান্ত বোলিংয়েই মুখ থুবড়ে পড়ে লঙ্কান ব্যাটিং লাইনআপ।
Advertisement
৪ ওভারে এক মেইডেনসহ মাত্র ১১ রান খরচ করে ৪ উইকেট শিকার করেন মেহেদী। এমন বোলিংয়ের সুবাদে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে এই অফস্পিনারের হাতে।
এদিকে দারুণ নেতৃত্ব, উইকেটকিপিং আর ব্যাটের ধার দেখিয়ে সিরিজসেরা হয়েছেন লিটন দাস। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫০ বলে ৭৬ রানের ম্যাচ জেতানো ইনিংসসহ তিন ম্যাচে ১১৪ রান করেন লিটন। সঙ্গে আছে ৩টি ক্যাচ এবং ২টি স্টাম্পিং।
লিটনের নেতৃত্বেই লঙ্কানদের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ।
Advertisement
এমএমআর/এএমএ