পুরোনো ঢাকার মিটফোর্ড হাসপাতালের (সলিমুল্লাহ মেডিকেল কলেজ) সামনে সোহাগ নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। এমন নির্মম হত্যাকাণ্ডের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে দেশের সাধারণ মানুষ নিন্দা ও প্রতিবাদ মুখর হয়ে ওঠে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এমন হত্যাকাণ্ডের জন্য প্রতিবাদ জানাচ্ছেন।
Advertisement
দেশের সাধারণ মানুষের পাশাপাশি শোবিজের তারকারও এমন হৃদয়বিদারক ও মর্মান্তিক এ ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন। অভিনেত্রী আজমেরী হক বাঁধনের এ হত্যাকাণ্ডে তীব্র প্রতিবাদ জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। বাঁধন গতকাল (১১ জুলাই) ফেসবুকে লিখেছেন, ‘এটা এক ধরনের মর্মান্তিক ছবি। কারো হত্যা হতে দেখা, যেখানে বাকি সবাই দাঁড়িয়ে দেখছে। কিছুই করছে না। এটা কীভাবে সম্ভব? কী ধরনের দেশে আমরা বেঁচে আছি? মানুষ দাঁড়িয়ে দেখল। কিন্তু কেউ এগিয়ে গেল না। কতটা ভয়াবহ?’
তিনি এ ঘটনায় বাগরুদ্ধ হয়েছেন উল্লেখ করে লেখেন, ‘আমি আর কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। এটা কি আর কেউ অনুভব করছেন? মনে হচ্ছে না আমরা যেন নরকে বাস করছি? আর সরকার? সবসময়কার মতোই নিশ্চুপ। তারা কোথায়? কথা বলে না কেন? কিছু করে না কেন?’
এ অভিনেত্রী আরও বলেন, ‘আমি কি এই দেশে নিরাপদ? আমি কি সত্যিই যা মনে করি তা বলতে পারি? না কি সত্যি কথা বলার অপরাধে আমিই হব পরবর্তী টার্গেট?’
Advertisement
গত ৯ জুলাই বিকেলে একদল লোক লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) নামে এক ব্যক্তিকে এলোপাতাড়ি আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। সেই ঘটনার একটি ভিডিও গতকাল (১১ জুলাই) সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন:
শাকিবকে সম্মান জানিয়ে যা বললেন বাঁধন জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে যা বললেন বাঁধনএ ঘটনায় অভিযোগ উঠেছে, চাঁদা না পেয়ে এ হত্যাকাণ্ড হয়েছে। এর পেছনে বিএনপির যুব সংগঠন যুবদলের কয়েকজন নেতাকর্মী রয়েছেন। এরই মধ্যে যুবদল অভিযুক্তদের বহিষ্কার করেছে দলটি। আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এ ঘটনার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে অধীনে করা।
এমএমএফ/এমএস
Advertisement