নবাগত অভিনেতা হিসেবে গত বছর মিজানুর রহমান আরিয়ানের ‘যুগল’ নাটক দিয়ে যাত্রা করেন ফররুখ আহমেদ রেহান। এরপর আরও বেশকিছু নাটকে তিনি অভিনয় করে প্রশংসিত হয়েছেন। সামিরা খান মাহি, নাজনীন নীহা, তানজিন তিশার বিপরীতে বিভিন্ন নাটকে অভিনয় করেছেন। এবার রেহান অভিনয় করেছেন এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী সাফা কবিরের বিপরীতে।
Advertisement
নাটকের নাম ‘শেষ থেকে শুরু’। নাটকটি রচনা করেছেন রুবেল আনুশ। নির্মাণ করেছেন এহসান এলাহী বাপ্পী।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ফররুখ আহমেদ রেহান বলেন, ‘এরইমধ্য ‘যুগল’সহ বেশ কিছু নাটক প্রচারের পর নাটকপ্রেমী দর্শকের কাছ থেকে আমি বেশ ভালো সাড়া পেয়েছি। তবে আমার নাটকের যারা নিয়মিত দর্শক তারা আমাকে আরও ভালো ভালো গল্পের নাটকে অভিনয়ে দেখতে চান। আমি আমার সেইসব ভক্ত দর্শকের কাছে বিশেষ অনুরোধ করবো ‘শেষ থেকে শুরু’ নাটকটি দেখার জন্য। কারণ এই নাটকের গল্পটা অসাধারণ। আমার বিপরীতে এতে অভিনয় করেছেন সাফা কবির। খুব ভালো লাগছে তার সাথে কাজ করে।’
সাফা কবির বলেন, ‘গল্পটাই এই নাটকের প্রাণ। রুবেল আনুশ চমৎকার একটি গল্প লিখেছেন। কাজ করেও ভীষণ ভালো লেগেছে। রেহানের সঙ্গে প্রথম কাজ, আশা করছি দর্শকের ভালো লাগবে নাটকটি।’
Advertisement
এহসান এলাহী বাপ্পী জানান, ১৭ জুলাই বিকেল তিনটায় এনটিভিতে ‘শেষ থেকে শুরু’ নাটকটি প্রচার হবে।’
এলআইএ/এএসএম