নারীর রূপকে অনেক বেশি বাড়িয়ে তোলার জন্য গয়নার ব্যবহার প্রাচীনকাল থেকে শুরু করে এখনো পর্যন্ত রয়েছে। গয়না শিল্প ফ্যাশন জগতের এক অবিচ্ছেদ্য অংশ। গয়না পছন্দ করেন না এমন নারী খুঁজে পাওয়া দুষ্কর। সৌন্দর্য প্রকাশের জন্য নারীরা মূলত স্বর্ণ, রৌপ্য, তামা এবং হীরা দিয়ে তৈরি গয়না ব্যবহার করেন। সব জায়গায় সব গয়না কিন্তু মানানসই নয়। গয়না পরারও রয়েছে বেশ কিছু কায়দা কানুন। দিনের সময়, স্থান-কাল পাত্র ভেদে গয়না পরার আসে পরিবর্তন।
Advertisement
অফিস কিংবা বিশ্ববিদ্যালয়ে ক্লাস সব জায়গায় নিজেকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য পোশাকের সঙ্গে সাজ ও গয়নার ব্যবহার গুরুত্বপূর্ণ। গয়না হওয়া উচিত পরিবেশ, সময় ও স্থানের সঙ্গে মানানসই। গয়না নিজস্ব সৌন্দর্যকে যেন ঢেকে না দেয় সেদিকে খেয়াল রাখতে হবে। ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে নিজের স্বকীয়তা ফুটিয়ে তুলতে তাই মিনিমালিস্ট জুয়েলারি হতে পারে নিত্যদিনের অনুষঙ্গ।
অফিসে কিংবা ভার্সিটিতে সকালে ভারী গয়না বা শব্দ সৃষ্টি হয় এমন গয়না না পরাই ভালো। হালকা কাজের সোনার গয়না কিংবা ডায়মন্ডের কানের দুল পরা যেতে পারে। কফি আড্ডায় বেছে নিতে পারেন হালকা কাজের মুক্তার গয়না। স্টোন জুয়েলারি, এন্টিক বা ট্রেন্ডি জুয়েলারিগুলো বেছে নেওয়া যেতে পারে। দেশীয় লুকের জন্য সুতি সালোয়ার কামিজ কিংবা কুর্তির সঙ্গে পরে নিতে পারেন কাঠের গয়না।
ওয়েস্টার্ন কিংবা ফরমাল পোশাকের সঙ্গে পরতে পারেন জ্যামিতিক মোটিফের গয়না। মেটালের মিনিমাল গয়নাও পরতে পারেন। হাতে ব্রেসলেট ও আংটি পরলে খারাপ দেখাবে না। অফিসের কোনো অনুষ্ঠানে শাড়ি কিংবা সালোয়ার কামিজের সঙ্গে মুক্তার মালা ও দুল পরলে ভালো লাগবে। ফুল দিয়ে রেজিনের গয়নার ডিজাইন চমৎকার। নতুন ধারার এই গয়নাগুলো হালকা সাজ-পোশাকের সঙ্গে খুব সুন্দর মানিয়ে যায়। রেজিনের গয়না তৈরিতে শুকনো ফুল ব্যবহার করা হয় বলে কামিজ, ফতুয়ার সঙ্গে মানিয়ে যায়।
Advertisement
অফিসে কামিজের সঙ্গে, পুঁতি কিংবা বিডসের সমন্বয়ে ছোট আকৃতির ঝুমকা পরলেও ভালো লাগবে। আংটির নকশার ক্ষেত্রে অর্ধ বৃত্ত, ত্রিভুজ আকৃতির জ্যামিতিক প্যাটার্ন বেশ আকর্ষণীয় এবং জনপ্রিয়। এছাড়া কাঠ গোলাপ, শিউলি ফুলের নকশা, নারীর মুখের আদল, মানচিত্র, টিয়ার ড্রপ ইত্যাদি নকশা এখন ট্রেন্ডি।
প্রত্যেকেই নিজেকে সাজাতে চায় ভিন্ন রূপে, ব্যক্তিত্বের আত্মবিশ্বাসে, গ্ল্যামার বাড়াতে, আবার আবেগ প্রকাশে সাহায্য করতে পারে। সুতরাং গয়না এখন নারীদের ব্যক্তিত্ব সৌন্দর্য প্রকাশের অন্যতম মাধ্যম।
আরও পড়ুনপুরুষদের রঙিন পোশাক কেন এখন ট্রেন্ডে?কেমন পোশাক পরবেন অফিসেএসএকেওয়াই/কেএসকে/জেআইএম
Advertisement