লাইফস্টাইল

উইম্বলডনে অতিথিরা যে পোশাক পরেছিলেন

উইম্বলডনে অতিথিরা যে পোশাক পরেছিলেন
 

উইম্বলডনের এবারের আসর শুরু হয়ে গেছে। জুনের শেষের দিকে এবং জুলাইয়ের শুরুর দুই সপ্তাহ ধরে, ইংল্যান্ড লন টেনিস এবং ক্রোকেট ক্লাব আকর্ষণীয় স্থানে রূপান্তরিত হয়। যেখানে বিখ্যাত সব চলচ্চিত্র তারকা, শীর্ষ মডেল থেকে শুরু করে ব্রিটেনের রাজপরিবারের সদস্যদের দেখা যায়। পোশাক ও ঐতিহ্যের সঙ্গে ফ্যাশনের আলাদা একটা জগত তৈরি হয়। মর্যাদাপূর্ণ গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডন চ্যাম্পিয়নশিপে উপস্থিত তারকাদের পোশাকে নিয়ে এবারের আলোচনা।

Advertisement

প্রিয়াঙ্কা চোপড়াউইম্বলডনের তৃতীয় দিনে প্রিয়াঙ্কা চোপড়া রাল্ফ লরেন কালেকশনের একটি ফ্লোয়েবল সাদা হল্টার পোশাক এবং সাদা স্ট্র্যাপি স্যান্ডেল পরে উপস্থিত হয়েছিলেন। তার স্বামী নিক জোনাস নেভি ব্লু স্যুট জ্যাকেট এবং রাল্ফ লরেন পার্পল লেবেলের সাদা স্ল্যাক্স পরেছিলেন। প্রিয়াঙ্কার পরনের সুতির পিকে এলড্রেড ম্যাক্সি পোশাকটির দাম ১,৮০০ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ২০ হাজার টাকা। মীনা টো রিং, ব্লক হিল স্যান্ডেল পরেছিলেন সঙ্গে। স্যান্ডেলের দাম ১৯৮ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ২৪ হাজার টাকা।

অলিভিয়া রদ্রিগোহলিউডের গায়িকা অলিভিয়া রদ্রিগো উইম্বলডনে লাল এবং সাদা রাল্ফ লরেন গিংহাম শার্টের পোশাক পরে হাজির হয়েছিলেন। যা স্ট্রবেরি এবং ক্রিম রঙের ছিল। অলিভিয়ার প্রেমিক লুই পার্ট্রিজ লাল ডোরাকাটা টাই এবং নেভি ব্লেজার পরে হাজির হয়েছিলেন।

ছবি: লেসলি মান

Advertisement

কেট ব্লাঞ্চেটঅভিনেত্রী কেট ব্লাঞ্চেট টুর্নামেন্টের দ্বিতীয় দিনে কেট ব্লাঞ্চেটকে জর্জিও আরমানির তৈরি চেক স্যুটে আলাদা হয়ে ওঠেন। স্ট্যান্ডে ঢিলেঢালা চেক স্যুট এবং সানগ্লাস তাকে বেশ আকর্ষণীয় লেগেছে।

রেবেল উইলসনউইম্বলডনের প্রথম দিনে অস্ট্রেলিয়ান অভিনেত্রী রেবেল উইলসন গোলাপি ব্রোডারি অ্যাংলেইজ পোশাকে হাজির হয়েছিলেন। জিয়ান ভিটো রসি স্যান্ডেল দিয়ে তার লুকটি সম্পন্ন করেন।

ছবি: রেবেল উইলসন

ডেভিড বেকহ্যামউইম্বলডনে ৫০ বছর বয়সি ডেভিড বেকহ্যাম ক্রিম সিল্ক-লিনেন স্যুটে কোর্টের বাইরে সৌন্দর্য এনেছেন, এবং শেষ করেছেন চকোলেট বাদামি টাই দিয়ে।

Advertisement

লেসলি মান৫৩ বছর বয়সি অভিনেত্রী লেসলি উইম্বলডনের তৃতীয় দিনে আইভরি ডিওর বার জ্যাকেট এবং লেই স্কার্ট পরে হাজির হন। প্যাস্টেল ব্লেজারটি বেশ প্রশংসা পেয়েছে। তার আইভরি লেইস স্কার্টটি আলাদা সৌন্দর্য যোগ করেছে পুরো লুকে।

ছবি: অ্যান্ড্রু গারফিল্ড এবং মনিকা বারবারো

অ্যান্ড্রু গারফিল্ড এবং মনিকা বারবারোঅ্যান্ড্রু গারফিল্ড উইম্বলডন চ্যাম্পিয়নশিপে সপ্তম দিনে মনিকা বারবারোকে সঙ্গে নিয়ে উপস্থিত হয়ে সবার নজর কাড়েন। তারা দুইজনে রাল্ফ লরেনের সাদা পোশাক হাজির হয়েছিলেন। হ্যাল্টার নেকলাইন ও ফ্লেয়ার্ড স্কার্টে তাকে বেশ আকর্ষণীয় লেগেছে। অ্যান্ড্রু গারফিল্ড সাদা শার্ট এবং ক্রিম কার্ডিগান সহ প্লিটেড ট্রাউজার পরেছিলেন।

এই বছর ছিল পোশাকের রঙের শিথিলতা উইম্বলডন মানেই সাদা পোশাক। অন্য কোনো রং সেখানে ব্যবহার করা যায় না। তবে ১৪৮ বছরের পুরোনো এই পোশাকের নিয়মে শিথিলতা এনেছে উইম্বলডন। সম্প্রতি গাড়ি দুর্ঘটনায় মারা যান পর্তুগাল তথা লিভারপুলের ফুটবলার দিয়োগো জোতা। তার মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবল দুনিয়া। সেই শোকের প্রভাব পড়েছে টেনিসেও। উইম্বলডন কর্তৃপক্ষ জানিয়েছেন, চাইলে কোনো খেলোয়াড় জোতার স্মৃতিতে কালো আর্ম ব্যান্ড পরতে পারেন। তাতে পোশাকবিধি ভাঙা হবে না।

এসএকেওয়াই/কেএসকে/জেআইএম