সোশ্যাল মিডিয়ায় তারকাদের ব্যক্তিগত জীবনে নাক গলানো কিংবা কটাক্ষ করা যেন এখন সাধারণ এক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। পছন্দের অভিনেতা-অভিনেত্রীর যেকোনো পোস্টেই নেতিবাচক মন্তব্য ছুড়ে দিতে দ্বিধা করেন না অনেক নেটিজেন। যদিও অধিকাংশ সময় এসব মন্তব্য উপেক্ষা করেই যান তারকারা।
Advertisement
তবে মাঝে-মধ্যে সোজাসাপটা জবাব দিতেও দেখা যায় তাদের। সম্প্রতি এমনই এক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
নিজের ফেসবুক পেজে কানাডার মনট্রিয়েল শহরে তোলা কিছু ছবি শেয়ার করেন মেহজাবীন। ছবিগুলোতে বেশ হাসিখুশি, প্রাণবন্ত দেখা গেছে তাকে। পর্দার ‘মালতী’ চরিত্রে দর্শকদের মন জয় করা এই অভিনেত্রীর ছবিতে মন্তব্য জানাতে থাকেন তার ভক্ত-অনুরাগীরা।
এর মাঝেই একজন নেটিজেন চরম রকমের কটাক্ষ করে বসেন। মন্তব্যে লেখেন, ‘২ বছর পরে তোমার স্বামী তোমাকে ডিভোর্স দেবে, আমরা অপেক্ষায় আছি।’
Advertisement
তবে চুপ থাকেননি মেহজাবীন। তিনি জবাব দিয়েছেন, ‘অপেক্ষায় থাকেন। তবে আপনার ফিউচারের জন্য শুভ কামনা।’
তার এই পরিপক্ব ও ঠাণ্ডা মাথার জবাবটি প্রশংসা কুড়াচ্ছে ভক্তদের কাছ থেকে। অনেকেই মেহজাবীনের পাশে দাঁড়িয়ে ওই কটাক্ষকারী মন্তব্যকারীর তীব্র সমালোচনা করেছেন।
উল্লেখ্য, গেল ফেব্রুয়ারিতে নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মেহজাবীন। প্রায় এক যুগের প্রেমের সম্পর্কের পর তাদের ভালোবাসা পরিণতি পায় এই বিবাহের মাধ্যমে। বিবাহোত্তর আয়োজনে অংশ নিতে দেশের বিনোদন জগতের বহু তারকা ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।
এলআইএ/জেআইএম
Advertisement