বিনোদন

বাঁধন জানেন ‘কিছু মানুষ ঘৃণা করে’, কিন্তু কেন

বাঁধন জানেন ‘কিছু মানুষ ঘৃণা করে’, কিন্তু কেন

জুলাই অভ্যুত্থানে অনলাইনে-অফলাইনে সরব ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছাত্র-জনতার পক্ষে রাস্তায়ও নেমে এসেছিলেন তিনি। কিন্তু রাজনৈতিরক পট পরিবর্তনের পর কিছুটা আড়ালে চলে যান বাঁধন।

Advertisement

গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই বাঁধন সবকিছু থেকে নিজেকে দূরে রেখেছিলেন। কিন্তু কিছুদিন ধরে আবারও স্বরূপে ফিরেছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের কাছাকাছি থাকছেন সবসময়। দেশের ঘটে যাওয়া বিভিন্ন ঘটনায় নিজের মত দিচ্ছেন ফেসবুকে।

গতকাল (১৩ জুলাই) রোববার বাঁধন নিজের একটি ছবি ফেসবুকে প্রকাশ করেছেন। মেকআপ ছাড়া ছবিটি প্রকাশ করে তিনি লিখেছেন, অনেক ট্রমা বহন করে যাচ্ছেন। তবে তাকে ভাঙতে চাইলে তিনি আরও শক্ত হয়ে যান। বাঁধন লিখেছেন, ‘আমি স্বাভাবিকভাবেই একজন আবেগপ্রবণ মানুষ। জীবনে অনেক কিছু অর্জন করেছি তার জন্য আমি সব সময় আল্লাহর কাছে কৃতজ্ঞ। কিন্তু জীবনের সবচেয়ে বড় যে অর্জন, তা কোনো খ্যাতি বা সাফল্য নয়, বরং নিজের মতো করে বাঁচার এবং সৎভাবে নিজের কথা বলার ক্ষমতা। সেটাই আমার আসল সম্পদ। জীবনে এমন অনেক সময় এসেছে, যখন আমাকে এমন সুযোগ দেওয়া হয়েছিল, যা আমাকে আরও ক্ষমতা, সামাজিক গ্রহণযোগ্যতা, স্থিতিশীলতা দিতে পারত।’

কেন গ্রহণ করেননি সেসব? অভিনেত্রী লেখেন, ‘আমি বেছে নিয়েছিলাম স্বাধীনতাকে। আর একবার আপনি যখন সত্যিকারের স্বাধীনতার স্বাদ নেন — যেটা লোকে বলে সেই ধরনের নয়, বরং যেটা আপনি নিজের ভেতরে অনুভব করেন, সেই স্বাধীনতা। তখন আর ফেরা সম্ভব হয় না। প্রচলিত একটা কথা আছে, “যারা স্বাধীনতাবঞ্চিত ছিল, তারা যখন এর সামান্য স্বাদ পায়, তখন তারা পুরো স্বাধীনতাটাই চায়।” আর আমিও সেটা পুরোপুরি চাই। হয়তো এ কারণেই কিছু মানুষ আমাকে ঘৃণা করে। হয়তো তাদের আসল অস্বস্তি আমার কথায় বা কাজে নয়, বরং এ ব্যাপারে যে, আমি কাউকে আমাকে নিয়ন্ত্রণ করতে দিই না।’

Advertisement

আরও পড়ুন: আইসিইউ থেকে কেবিনে নেওয়া হচ্ছে ফরিদা পারভীনকে  বিএনপি থেকে পদত্যাগ প্রসঙ্গে যা বললেন মনির খান 

জীবনের বন্ধুর পথ নিয়ে বাঁধন লেখেন, ‘এ পথ সহজ ছিল না। কিন্তু এই সমস্ত বিশৃঙ্খলার মধ্যদিয়ে আমার ভেতরে একটা জিনিস তৈরি হয়েছে, কেউ আমাকে ভাঙতে চাইলে, আমি আরও শক্ত হয়ে যাই — কংক্রিটের মতো। এটা শক্তি নাকি ত্রুটি, জানি না। তবে জীবন আমাকে এটাই শিখিয়েছে। আমি অনেক ট্রমা বয়ে বেড়াই। আমি জানি পিটিএসডি কাকে বলে। মাঝে মাঝে সেটা ট্রিগার করে। এটাও আমারই অংশ। এমন এক অবাঞ্ছিত সঙ্গী, যাকে আমি চাইনি, কিন্তু যার সঙ্গে বাঁচতে শিখেছি।’

বাঁধনকে সর্বশেষ দেখা গেছে ঈদুল আজহায় ‘এষা মার্ডার: কর্মফল’ ছবিতে।

এমএমএফ/জিকেএস/আরএমডি

Advertisement