বলিউড তারকা রাজকুমার রাওয়ের জীবনে এখন সুখের হাওয়া বইছে। একদিকে মুক্তি পেতে যাচ্ছে তার সিনেমা ‘মালিক’। এর মাঝেই সংসারজীবনের তিনি সুখবর সবার সঙ্গে শেয়ার করে নিয়েছেন।
Advertisement
রাজকুমার ও তার স্ত্রী পত্রলেখা এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন যে তারা বাবা-মা হতে যাচ্ছেন। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় চলছে অভিনন্দনের জোয়ার।
ইনস্টাগ্রামে বাচ্চার দোলনার একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘বেবি অন দ্যা ওয়ে’। এর সঙ্গে রাজকুমার ছোট এবং ভালোবাসাভরা এক ক্যাপশনে লিখেছেন, ‘দারুণ আনন্দিত’।
রাজকুমার আর পত্রলেখার এই পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ভক্তরা এবং বলিউডের তারকারা শুভকামনা ও ভালোবাসা জানাচ্ছেন। অভিনেতা বরুণ ধাওয়ান লিখেছেন, ‘অভিনন্দন।’ অভিনেত্রী সোনম কাপুর কমেন্টে লিখেছেন, ‘তোমাদের দুজনের জন্য খুব আনন্দের খবর।’ পুলকিত সম্রাট লিখেছেন, ‘অভিনন্দন বন্ধুরা।’ নেহা ধুপিয়া লিখেছেন, ‘আপনাদের দুজনকে অভিনন্দন।’ কোরিওগ্রাফার ও পরিচালক ফারহা খান এই তারকা দম্পতির উদ্দেশে লিখেছেন, ‘শেষ পর্যন্ত সবাইকে জানালে। আমার জন্য এই গোপন কথা আড়াল করে রাখা খুব মুশকিল হচ্ছিল। অভিনন্দন।’
Advertisement
রাজকুমার রাও ও পত্রলেখা
এ বছরের শুরুর দিকে রাজকুমার ও পত্রলেখা একটি পোস্ট করেছিলেন। পোস্টে তারা লিখেছিলেন, ‘আমাদের জীবনে বিশেষ কিছু ঘটতে যাচ্ছে। আপনাদের সবার সঙ্গে তা শেয়ার করে নেওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না। আমাদের সঙ্গে থাকুন।’
রাজকুমার আর পত্রলেখার এই পোস্টের পর সোশ্যাল মিডিয়ায় জল্পনা-কল্পনা ছিল তুঙ্গে। সবাই ধারণা করেছিলেন, তারা প্রথম সন্তানকে পৃথিবীর আলো দেখাতে যাচ্ছেন। কিন্তু রাজকুমার সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছিলেন যে এমন কিছু নয়। তিনি পোস্টের নিচে উল্লেখ করে লিখেছিলেন, ‘আমরা এখন বাবা-মা হচ্ছি না।’
View this post on InstagramA post shared by RajKummar Rao (@rajkummar_rao)
Advertisement
২০১০ সালে রাজকুমার রাও এবং পত্রলেখার প্রথম সাক্ষাৎ হয়েছিল। ১১ বছর তাদের প্রেমের গাড়ি চলেছিল। এরপর এই যুগল ২০২১ সালের ১৫ নভেম্বর সাত পাকে বাঁধা পড়েছিলেন।
আরও পড়ুন যেভাবে সাবা আজাদের প্রেমে পড়লেন হৃতিক শ্রেষ্ঠ স্বামী হওয়ার আভাস দিলেন সালমান খানআগামীকাল (১১ জুলাই) মুক্তি পাবে রাজকুমার রাও অভিনীত সিনেমা ‘মালিক’। এতে তার স্ত্রীর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী মানুষি ছিল্লারকে। রাজকুমারকে ‘মালিক’ সিনেমায় অ্যাকশন নায়ক হিসেবে দেখা যাবে। ‘মালিক’ সিনেমায় অন্যতম মূল চরিত্রে আছেন পশ্চিম বাংলার খ্যাতিমান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
এমএমএফ/জিকেএস