বিনোদন

প্রথমবারের মতো আসছে নেপালের সিনেমা, যাচ্ছে ‘ন ডরাই’

প্রথমবারের মতো আসছে নেপালের সিনেমা, যাচ্ছে ‘ন ডরাই’

বছর দুই আগেই নেয়া হয়েছিল সিদ্ধান্তটা। বেশ কিছু নিয়ম মেনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে উপমহাদেশীয় ভাষার সিনেমা মুক্তি পাবে। সেই পথ ধরে এবার প্রথমবারের মতো মুক্তি পেতে যাচ্ছে নেপালের সিনেমা। আগামী ১৮ জুলাই স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে নেপালের আলোচিত রোমান্টিক-কমেডি ছবি ‘মিসিং’।

Advertisement

২০১৩ সালে কিছু শর্তসাপেক্ষে উপমহাদেশীয় ভাষার চলচ্চিত্র আমদানির অনুমতি দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ২০২৩ সালে শাহরুখ খানের ‘পাঠান’ দিয়ে শুরু হওয়া এই ধারায় এখন পর্যন্ত বাংলাদেশে মুক্তি পাওয়া সব সিনেমাই ছিল ভারতীয়। এবার সেই তালিকায় ভিন্ন ভাষার এক নতুন অধ্যায় হিসেবে যুক্ত হচ্ছে নেপালি সিনেমা।

নেপাল থেকে ‘মিসিং’ আমদানি করেছে স্টার সিনেপ্লেক্স। সাফটা (সাউথ এশিয়ান ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট) চুক্তির আওতায় মুক্তি পাবে ছবিটি। মঙ্গলবার মুক্তি পেল সিনেমাটির ট্রেলার। সঙ্গে জানানো হয়েছে মুক্তির দিনক্ষণ।

মিসিং সিনেমার পরিচালকের সঙ্গে নায়ক-নায়িকা

Advertisement

এর বিপরীতে বাংলাদেশ থেকে নেপালে রপ্তানি করা হচ্ছে তানিম রহমান অংশু পরিচালিত জনপ্রিয় চলচ্চিত্র ‘ন ডরাই’। শরিফুল রাজ ও সুনেরাহ বিনতে কামাল অভিনীত ছবিটি প্রযোজনা করেছিল স্টার সিনেপ্লেক্স। তবে ঠিক কবে ‘ন ডরাই’ নেপালে মুক্তি পাবে সেটি নিশ্চিত নয়।

নেপালে গত ২৪ জানুয়ারি মুক্তি পাওয়া ‘মিসিং’ পরিচালনা করেছেন দীপেন্দ্র গুচান। সিনেমার গল্প আবর্তিত হয়েছে এক তরুণ রামকে ঘিরে, যে বন্ধুদের আড্ডায় মিথ্যে বলে বসে তার প্রেমিকা আছে। পরে নিজের কথাকে সত্যি প্রমাণ করতে ডেটিং অ্যাপের আশ্রয় নেয় সে। একদিন দেখা হয়ে যায় সীতার সঙ্গে। দেখা করতে এসে সীতা ঘুমের ওষুধ মেশানো কফি খেয়ে জ্ঞান হারায়। তখনই সীতাকে অপহরণ করে রাম। কিন্তু নাটকীয় মোড় নেয় গল্পে। অপহরণ থেকেই গড়ে ওঠে ভালোবাসা। এদিকে পুলিশও খুঁজতে থাকে এই জুটিকে।

নাজির হোসাইন ও সৃষ্টি শ্রেষ্ঠা অভিনীত এই সিনেমায় রোমান্স, কৌতুক আর রোমাঞ্চ মিলিয়ে রয়েছে এক ভিন্ন স্বাদ।

এলআইএ/জিকেএস

Advertisement