বিনোদন

কবে মুক্তি পাবে প্রীতম-জেফার জুটির প্রথম সিনেমা

কবে মুক্তি পাবে প্রীতম-জেফার জুটির প্রথম সিনেমা

বছর দেড়েক আগেই প্রীতম হাসান ও জেফার রহমানকে নিয়ে একটি সিনেমা বানাতে চেয়েছিলেন শিহাব শাহীন। কিন্তু অন্য কাজের ব্যস্ততায় তা হয়ে ওঠেনি। গেল ঈদে এই পরিচালকের ‘দাগি’ ছবিটি মুক্তি পায়।

Advertisement

এরই মধ্যে জানা গেল, শিহাব শাহীন ‘তুমি আমি শুধু’ শিরোনামে সিনেমা নিয়ে হাজির হচ্ছেন। এ সিনেমাতে প্রথমবার জুটি হয়ে অভিনয় করেছেন গানের দুই তারকা প্রীতম হাসান ও জেফার রহমান। মাস কয়েক আগে ছবিটির ঘোষণা দিয়ে নির্মাণকাজও শেষ করে ফেলেছেন পরিচালক। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ।

শিহাব শাহীন জানান, ছবিটি বড় পর্দায় নয়, ওটিটি প্ল্যাটফর্মের জন্য তৈরি করছেন তিনি। ঢাকা এবং কক্সবাজারের বিভিন্ন লোকেশনে হয়েছে শুটিং।

প্রীতম হাসান ও জেফার রহমান দুজনেই গানের মানুষ। তাদের দুজনকে নিয়ে আলাদাভাবে দুটি ওয়েব ফিল্ম বানিয়েছেন শিহাব শাহীন। এর মধ্যে কাছের ‘মানুষ দূরে থুইয়া’তে অভিনয় করেছেন প্রীতম ও ‘মাইশেলফ অ্যালেন স্বপন সিজন ২’তে জেফার।

Advertisement

তবে এবার দুজনকে নিয়ে একসঙ্গে ছবি বানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে শিহাব শাহীন বললেন, ‘দুজনের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা আছে। প্রীতমের সঙ্গে তো একটা হিট প্রজেক্ট আছে। জেফারের সঙ্গেও কাজের অভিজ্ঞতা হলো। তাই মনে হলো, দুজনকে নিয়ে একটা ছবি বানাই। যদিও আমার পরিকল্পনাটা আগের ছিল। তখন দুজনেরই কেউ অভিনয় করেন না। ভেবেছিলাম, আমার পরিচালনায় ওদের অভিষেক হবে। হয়নি। দুজনের সঙ্গে কাজ করতে গিয়ে ওদের অভিনয়ও আমাকে জুটি করে কাজটি করতে প্রভাবিত করেছে।’

ছবির গল্প প্রসঙ্গে শিহাব শাহীন বললেন, একটা মেয়ের স্বাধীন ইচ্ছেকে ঘিরে তৈরি হয় জটিলতা। এই জটিলতা ঘিরেই ছবির গল্প এগোতে থাকে। এটা বর্তমান সময়েরও সঙ্গে অনেক মিল রয়েছে। কথায় কথায় শিহাব শাহীন বলেন, ‘এভাবেও বলা যেতে পারে, এটা একদম প্রেমের গল্পের একটা ভাবনা। আশা করি দর্শকেরা এই গল্পে নতুনত্ব পাবে।’

প্রীতমকে সর্বশেষ দেখা গেছে ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মে এবং জেফার অভিনয় করেছেন শিহাব শাহীনের ‘অ্যালেন স্বপন সিজন ২’তে।

এমআই/এলআইএ/জিকেএস

Advertisement