আমি নিয়ম মুছে ফেলিঘোষণা দিই অনিঃশেষ প্রেমকোনো চাওয়া নেই আমার জীবনে।
Advertisement
নিষেধাজ্ঞা অতিক্রম করি অবলীলায়হাঁটি প্রেমের গলিতে সহস্র বছরকয়লায় পুড়ে যাইজ্বলন্ত দেহ, অকাতর চিৎকারশোনো পৃথিবী—আমার চেয়ে বড় প্রেমিক নেইনেই ভালোবাসা-কাতর নির্লজ্জ।
আমার জন্ম-মৃত্যু ঘিরেজেগে থাকে অদৃশ্য মায়াসুর স্রোতে ভাসিপাপ-পুণ্য হৃদয় স্পর্শ করতে পারে না!
এসইউ/এমএস
Advertisement