তথ্যপ্রযুক্তি

দুজনকে ইউটিউবের সাবস্ক্রিপশন শেয়ার করা যাবে

দুজনকে ইউটিউবের সাবস্ক্রিপশন শেয়ার করা যাবে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব ব্যবহার করেন সব বয়সী মানুষ। শিশুদের জন্য রয়েছে ইউটিউব কিডস। এছাড়া বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখার জন্য ইউটিউব সাবস্ক্রিপশন করার সুযোগ আছে। খুব অল্প টাকায় এই সাবস্ক্রিপশন কেনা যায় মাসিক কিংবা বাৎসরিক।

Advertisement

সাবস্ক্রিপশন প্ল্যানে বদল আনার চিন্তাভাবনা করছে সংস্থা। আসতে চলেছে ২ জন শেয়ার করে দেখার মতো প্ল্য়ান। যা ফ্যামিলি প্ল্যানের থেকে সস্তা। এই ডবল শেয়ারিং সুবিধা পেতে অবশ্য কিছু শর্ত মানতে হবে ব্যবহারকারীদের।

যাদের সঙ্গে আপনি এই প্ল্যানিং শেয়ার করবেন তাদের দু’জনেরই বয়স হতে হবে কমপক্ষে ১৩ বছর। তাদের গুগল অ্যাকাউন্ট থাকবে হবে, একই ফ্যামিলি গ্রুপের সদস্য হতে হবে। প্রথম থেকেই ফ্যামিলি প্ল্য়ান রয়েছে ইউটিউব প্রিমিয়ামে।

তাদের একসঙ্গে থাকতে হবে একই বাড়িতে। অর্থাৎ এই প্ল্যানের সুবিধা পেতে যুগল, ভাইবোন বা ফ্ল্যাটমেট হতেই হবে। সংস্থা সূত্রে খবর, কম খরচে পরিষেবা দিতেই এই প্ল্য়ান শুরুর চিন্তাভাবনা। বর্তমানে ইউটিউব প্রিমিয়ামে রয়েছে স্টুডেন্টস প্ল্য়ান, ফ্যামিলি প্ল্যান। যেখানে ছাত্রছাত্রীরা কম মূল্যে সাবস্ক্রিপশন কিনতে পারেন।

Advertisement

আরও পড়ুন ইউটিউবে এখন আয় হবে বেশি, এলো নতুন ফিচার ইউটিউবে আসছে ‘প্লে সামথিং’ বাটন, কী কাজে লাগবে?

সূত্র: দ্য ভার্জ

কেএসকে/এএসএম