জাতীয়

গলায় ফাঁস দিয়ে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

গলায় ফাঁস দিয়ে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

রাজধানীর হাতিরঝিল থানাধীন নয়াটোলা মালিবাগ চৌধুরীপাড়া এলাকার একটি বাসায় রাগিব নূর নোহান (২০) নামের এক এইচএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

Advertisement

শনিবার (৫ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নোহানের মামা মো. সেলিম জানান, নোহান বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী। সকাল সাড়ে ৭টার দিকে নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালায় সে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আমরা জানতে পেরেছি কোন এক মেয়ের সঙ্গে প্রেমের সর্ম্পক ছিল তার। এই বিষয়টি নিয়ে হয়তো ঝামেলা থাকতে পারে।

Advertisement

নোহানের গ্রামের বাড়ি বরিশাল জেলার রাঙালিয়া থানার কাউনখালী গ্রামে। বর্তমানে মালিবাগ চৌধুরীপাড়া রং নয়াটোলা এলাকায় ভাড়া বাসায় থাকতো তারা। নোহানরা তিন ভাইবোন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল আমিন/এসএনআর/এমএস

Advertisement