শিক্ষা

৪৫তম বিসিএসের ৪৫২ প্রার্থীর মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

৪৫তম বিসিএসের ৪৫২ প্রার্থীর মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

৪৫তম বিসিএসের আরও ৪৫২ জন চাকরিপ্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আরফীন সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

এতে বলা হয়েছে, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাডারের ২০৬ জন, সাধারণ ও কারিগরি বা পেশাগত উভয় ক্যাডারের ১৮১ জন এবং শুধু কারিগরি বা পেশাগত ক্যাডারের পদগুলোর ৬৫ জনসহ মোট ৪৫২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সূচি প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

গত ২৫ জুন প্রথম দফায় ৫৮৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করে পিএসসি। সূচি অনুযায়ী- আগামী ৮ জুলাই থেকে তাদের পরীক্ষা শুরু হবে।

Advertisement

এএএইচ/এমএএইচ/জেআইএম