ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ (কোড অব ক্রিমিনাল প্রসিডিওর, ১৮৯৮) সময়োপযোগী করার লক্ষ্যে ‘কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (সেকেন্ড অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৫’ শীর্ষক প্রাথমিক খসড়া প্রস্তুত করেছে আইন ও বিচার বিভাগ। প্রাথমিক খসড়া চূড়ান্ত করার লক্ষ্যে সর্বসাধারণের মতামত চেয়ে আইন ও বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
Advertisement
বৃহস্পতিবার (৩ জুলাই) সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী ৭ জুলাইয়ের মধ্যে ই-মেইল (section8.justice@gmail.com) অথবা সিনিয়র সহকারী সচিব, বিচার শাখা-৮, আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকার ঠিকানায় খসড়ার বিষয়ে মতামত পাঠানো যাবে।
এমইউ/এমএএইচ/জেআইএম
Advertisement