দেশজুড়ে

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৪ দোকানির জরিমানা

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৪ দোকানির জরিমানা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার দোকানিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাত হোসেন এ অভিযান পরিচালনা করেন।

Advertisement

মো. সাজ্জাত হোসেন বলেন, দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল উপজেলা সদরে অবস্থিত আম্বর রেস্টুরেন্টে মেয়াদোত্তীর্ণ খাবার পরিবেশন করে আসছিল। অভিযোগ তদন্ত করতে এসে আম্বর রেস্টুরেন্টে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে এ সব অভিযোগে ম্যানেজার অনিককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

তিনি আরও বলেন, এ সময় মেয়াদোত্তীর্ণ বিভিন্ন বেকারির পণ্য জনসম্মুখে ফেলে দেওয়া হয়। পরে ঢাকা কাবাবের মালিক সাইফুলকে দুই হাজার টাকা, মনির ও জোবায়েরের ফার্মেসিকে এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/জেআইএম

Advertisement