আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৯ জুন ২০২৫

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৯ জুন ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

Advertisement

ভারতীয় ৮ জেলেকে ধরে নিয়ে গেছে শ্রীলঙ্কার নৌবাহিনী

শ্রীলঙ্কার নৌবাহিনী রামেশ্বরমের ৮ জন ভারতীয় জেলেকে অবৈধভাবে শ্রীলঙ্কার জলসীমায় মাছ ধরার অভিযোগে আটক ও একটি ট্রলার জব্দ করেছে। জানা গেছে, আটক জেলেদের শ্রীলঙ্কার তালাইমান্নার নৌবাহিনীর ঘাঁটিতে নেওয়া হচ্ছে।

আত্মঘাতী হামলার ঘটনায় ভারতকে দায়ী করলো পাকিস্তান

Advertisement

ওয়াজিরিস্তানে সেনাবাহিনীর কনভয়ের ওপর আত্মঘাতী গাড়ি হামলার জন্য ভারতের দিকে আঙুল তুলেছে পাকিস্তান। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই অভিযোগ কড়া ভাষায় প্রত্যাখ্যান করেছে। শনিবার (২৮ জুন) পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তান জেলায় এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে সেনা কনভয়ের ওপর আঘাত হানে। এতে ১৬ জন সেনা নিহত হন।

ভারতে রথযাত্রায় পদদলিত হয়ে ৩ জনের মৃত্যু

ওড়িশার পুরীতে জগন্নাথ রথযাত্রা চলাকালীন ভয়াবহ পদদলিতের ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ২ জন নারী রয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে গুন্ডিচা মন্দিরের কাছে।

গাজায় মার্কিন-ইসরায়েলি সংস্থার ত্রাণে মিলছে ‘ভয়াবহ’ মাদক

Advertisement

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় পরিচালিত ত্রাণ সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) বিতরণ করা আটার ব্যাগে শক্তিশালী মাদক অক্সিকোডন বড়ি পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে। গাজার সরকারি মিডিয়া অফিস এই ঘটনাকে ‘জঘন্য অপরাধ’ আখ্যা দিয়েছে ও এর মাধ্যমে ফিলিস্তিনি জাতিকে ভেতর থেকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনার আশঙ্কা প্রকাশ করেছে।

নেতানিয়াহুকে আর বিশ্বাস করেন না অধিকাংশ ইসরায়েলি

ইরানে ইসরায়েলের আকস্মিক হামলার পর নিজের দেশে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিষয়ে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। গত মার্চে ইসরায়েলের প্রধানমন্ত্রী এমন একটি যুদ্ধবিরতির প্রক্রিয়া থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন যেটি সুফল বয়ে আনছিল। তার এই সিদ্ধান্তকে ওই সময় ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ ‘রাজনৈতিক আত্মহত্যা’ বলে বর্ণনা করেছিলেন কোনো কোনো বিশ্লেষক। এটি ছিল গাজা যুদ্ধবিরতি।

গাজায় ইসরায়েলি অবরোধে অপুষ্টিতে কমপক্ষে ৬৬ শিশুর মৃত্যু

ইসরায়েলি হামলা ও অবরোধের কারণে গাজায় অপুষ্টির শিকার হয়ে কমপক্ষে ৬৬ শিশুর মৃত্যু হয়েছে। অবরুদ্ধ এই উপত্যকার কর্তৃপক্ষ ইসরায়েলি অবরোধের তীব্র নিন্দা জানিয়েছে। শিশুদের জন্য দুধ, পুষ্টিকর সম্পূরক এবং অন্যান্য খাদ্য সহায়তা প্রবেশে বাধা সৃষ্টি করছে ইসরায়েল। দীর্ঘদিন ধরে দখলদার ইসরায়েলের অবরোধের মুখে সেখানে খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী প্রবেশ করতে পারছে না। ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা।

ক্ষমতা বাড়লো ডোনাল্ড ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নির্বাহী আদেশ আটকে দেওয়ার ক্ষেত্রে নিম্ন আদালতের বিচারকদের ক্ষমতা সীমিত করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এর ফলে অবৈধ অভিবাসী ও অস্থায়ী ভিসাধারীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধে যে আদেশ জারি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, সেটি কার্যকর হওয়ার পথ প্রশস্ত হয়েছে।

কয়েক মাসেই পারমাণবিক বোমার জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে ইরান

জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএ-এর প্রধান রাফায়েল গ্রোসি সতর্ক করেছেন যে, ইরান কয়েক মাসের মধ্যেই পারমাণবিক বোমা তৈরির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে। গ্রোসি বলেন, যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালালেও তা সম্পূর্ণ ধ্বংস হয়নি।

মামদানিতে ‘নতুন ভোর’ দেখছেন দক্ষিণ এশীয় ও মুসলিমরা

৩৩ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বাজিমাত করেছেন জোহরান মামদানি। মুসলিম সম্প্রদায়ের ও একজন অভিবাসী হয়েও নিউইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার টিকিট পেয়ে গেছেন তিনি। স্থানীয় সময় গত ২৪ জুন বাছাইপর্বের ভোটে নিউইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোসহ প্রায় ডজনখানেক প্রার্থীকে ধরাশায়ী করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন বামপন্থি এ রাজনীতিক।

রাশিয়ার হামলা ঠেকাতে গিয়ে ইউক্রেনের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

রাশিয়ার বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে শনিবার (২৮ জুন) রাতে ইউক্রেনের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে যুদ্ধবিমানটির পাইলট নিহত হয়েছেন। তাছাড়া রাশিয়ার এই হামলায় কমপক্ষে সাতজন আহত হয়েছেন। রোববার (২৯ জুন) ইউক্রেনের সেনাবাহিনী এসব তথ্য জানিয়েছে।

এসএএইচ/এমএস