শিক্ষার্থীদের নোবেল পুরস্কার খ্যাত বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক উদ্যোক্তাভিত্তিক প্রতিষ্ঠান হাল্ট প্রাইজ প্রতিযোগিতায় এবছর ‘প্রোগ্রাম অব দ্য ইয়ার’ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।
Advertisement
শনিবার (২৮ জুন) হাল্ট প্রাইজ ফাউন্ডেশন কেন্দ্রীয় এবং সাউথ এশিয়া রিজিওন পর্যায়ে এ ঘোষণা দেওয়া হয়।
ঘোষণায় হাল্ট প্রাইজ ফাউন্ডেশন জানায়, হাল্ট প্রাইজ-২০২৫ কমিউনিটি অ্যাওয়ার্ডসে বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মর্যাদাপূর্ণ ‘সেন্ট্রাল ও সাউথ এশিয়া প্রোগ্রাম অব দ্য ইয়ার’ খেতাব অর্জন করেছে। আমিনুল ইসলাম শরীফের নেতৃত্বে প্রোগ্রামটি মধ্য ও দক্ষিণ এশিয়াজুড়ে সামাজিক উদ্ভাবন এবং উদ্যোক্তা বিকাশে অসামান্য প্রচেষ্টার জন্য এই স্বীকৃতি লাভ করেছে।
এবার দেশে প্রথমবারের মতো হাল্ট প্রাইজের জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে চবিতে। এতে দেশের ৪৫টি বিশ্ববিদ্যালয়ের দুইশোর বেশি টিম অংশ নেয়।
Advertisement
হাল্ট প্রাইজের চবি ক্যাম্পাস ডিরেক্টর আমিনুল ইসলাম শরীফ বলেন, চবির জন্য এটি গর্বের মুহূর্ত। আমরা আগেও দুবার এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলাম কিন্তু জিততে পারিনি। অবশেষে এবছর আমরা সেটি অর্জন করেছি।
হাল্ট প্রাইজের ডেপুটি ক্যাম্পাস ডিরেক্টর জান্নাতুল মাওয়া মিথিলা বলেন, এই অর্জন সম্ভব হয়েছে আমাদের ব্যবস্থাপনা কমিটির টিমওয়ার্কের মাধ্যমে। আমরা শুরু থেকেই একটি লক্ষ্য নিয়ে কাজ করেছিলাম, তা হলো টেকসই উন্নয়নকে সামনে রেখে শিক্ষার্থীদের যুক্ত করা।
এসআর/এমএস
Advertisement