জাতীয়

বহুতল ভবন থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বহুতল ভবন থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর নিউমার্কেটে ১৮তলার একটি রুম থেকে ফাতেমা আনোয়ারা ইশা (২৬) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই ছাত্রী ইউনিভার্সিটি ফ্যাশন অ্যান্ড টেকনোলজির চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

Advertisement

রোববার (২৯ জুন) বিকেল ৩টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) হালিম জানান, বিকেলে বিশ্বাস বিল্ডার্স সিটি কমপ্লেক্সের ১৮তলার একটি রুম থেকে সিলিং ফ্যানের সঙ্গে টাই দিয়ে পেঁচানো অবস্থায় এক শিক্ষার্থীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নিহত শিক্ষার্থীর পরিবারের সঙ্গে কথা বলে জানতে পারি ইশা ইউনিভার্সিটি ফ্যাশন অ্যান্ড টেকনোলজির চতুর্থ বর্ষের শিক্ষার্থী। পাশাপাশি অনলাইন বিজনেস করতেন। দুপুরের দিকে কাউকে কিছু না বলে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে রাখেন। বেশ কিছু সময় পার হলে তার কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখতে পাই গলায় টাই পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছেন ইশা। পরে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

Advertisement

ওই শিক্ষার্থীর গ্রামের বাড়ি মাদারীপুর সদরের রুপিয়া গ্রামে। বাবার নাম আনোয়ার হোসেন। বর্তমানে নিউমার্কেটের বিশ্বাস বিল্ডার্স সিটি কমপ্লেক্সের ১৮তলায় একটি রুমে ভাড়া থাকতেন।

কাজী আল-আমিন/জেএইচ/এমএস