জাতীয়

ঢাকায় রাসেলস ভাইপার উদ্ধার

ঢাকায় রাসেলস ভাইপার উদ্ধার

ঢাকার দোহার থেকে একটি রাসেলস ভাইপার উদ্ধার করেছে সেভ ওয়ার্ল্ড লাইফ অ্যান্ড ন্যাচার (এসডব্লিউএএন) নামের একটি সংগঠন।

Advertisement

রোববার (২৯ জুন) সকাল সাড়ে ৯টার পর সাপটি উদ্ধার করা হয়। এ তথ্য জাগো নিউজকে নিশ্চিত করেছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আদনান আজাদ।

জাগো নিউজকে তিনি বলেন, সকালে খবর পেয়ে আমরা তিনজন দোহারে যাই। সেখান থেকে সাপটি উদ্ধার করি। বন বিভাগের নির্দেশনায় আমরা এটি অবমুক্ত করবো।

আরও পড়ুন:

Advertisement

লোকালয়ে ঢুকছে ভয়ংকর রাসেলস ভাইপার  মেঘনা উপকূলে দেখা মিলছে রাসেলস ভাইপারের  কামড়ের পর রাসেলস ভাইপার ধরে নিয়ে হাসপাতালে কৃষক 

প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল বিষধর চন্দ্রবোড়া বা উলুবোড়া বা রাসেলস ভাইপার। গত কয়েক বছর বিশেষ করে ২০২৪ সালে আতঙ্ক ছড়ায় সর্বত্র। এক সময় দেশের বরেন্দ্র অঞ্চলে এর দেখা মিললেও ২০২৪ সালে ৩২ জেলায় পাওয়ার খবর ছড়িয়ে পড়ে।

বিশেষজ্ঞরা বলছেন, সাপখেকো প্রাণীর অস্তিত্ব সংকটে দেশে চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপারের বিচরণ বেড়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজের ভেনম রিসার্চ সেন্টার গতবছর জানায়, ২০১৩ থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত দেশের ৩২টি জেলায় রাসেলস ভাইপারের দেখা মিলেছে। প্রতিষ্ঠানের তথ্য যাচাই করলে দেখা যায়, ২০১৩ সাল থেকে এই সাপের বিস্তৃতি বাড়ছে। ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে ৯টি জেলায় এই সাপ দেখা যায়। ২০১৮ সালে এই সাপ থাকা জেলার সংখ্যা বেড়ে হয় ১১টি। ২০২৩ সালে ২৩টি জেলায় এই সাপ নথিভুক্ত করেন ভেনম রিসার্চ সেন্টারের গবেষকরা। সর্বশেষ ২০২৪ সালের মে পর্যন্ত ৩২টি জেলায় এই সাপের দেখা মিলে।

আরএএস/বিএ/জিকেএস

Advertisement