দেশজুড়ে

ঘরের গ্রিল কেটে বন্দুক-কার্তুজ চুরি

ঘরের গ্রিল কেটে বন্দুক-কার্তুজ চুরি

সাতক্ষীরার আশাশুনিতে ঘরের গ্রিল ও দরজার হ্যাজবল্ট কেটে বাড়ির মালিকের লাইসেন্সপ্রাপ্ত একনলা বন্দুক, ২০ রাউন্ড কার্তুজ ও নগদ ৯০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।

Advertisement

শনিবার (২৮ জুন) ভোরে উপজেলার শোভনালী ইউনিয়নের বালিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্য কলেজ শিক্ষক তৌহিদুর রহমান জানান, তার ছোট ভাইয়ের মেয়ে ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসার জন্য পরিবারের সবাই সেসময় বাড়ির বাইরে ছিলেন। বাড়ি ফাঁকা থাকার সুযোগে শনিবার ভোরে চোরেরা বারান্দার গ্রিল ও ঘরের দরজার হ্যাজবল্ট কেটে ভেতরে ঢুকে। তারা ঘরের আলমারিতে রাখা বাবার লাইসেন্সকৃত একনলা বন্দুক, ২০ রাউন্ড কার্তুজ, নগদ ৯০ হাজার টাকা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। আমি আশাশুনি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, বিষয়টি আমরা তদন্ত করছি। অভিযোগ পেয়েছি, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

স্থানীয়দের ধারণা, বাড়িটি অনেকটা নির্জন জায়গায় হওয়ায় চোরেরা পূর্ব পরিকল্পনা করে এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আহসানুর রহমান রাজীব/এমএন/জিকেএস