দেশজুড়ে

ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, কৃষক নিহত

ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, কৃষক নিহত

ময়মনসিংহের তারাকান্দায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে মো. রফিকুল ইসলাম (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

Advertisement

শনিবার (২৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার বালিখা ইউনিয়নের পশ্চিম বালিখা গ্রামে এ ঘটনা ঘটে।

রফিকুল ইসলাম একই গ্রামের মৃত হাসেম আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে স্থানীয় সুজাত দেওয়ান ও খলিল গ্রুপের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে মামলাও চলমান। সে বিরোধের জেরে সকালে দুই পক্ষের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সেটি সংঘর্ষে পরিণত হয়। এতে দেশীয় অস্ত্রের আঘাতে রফিকুল ইসলাম ঘটনাস্থলে মারা যান। এসময় আহত তিনজনকে আশপাশের লোকজন উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।

Advertisement

এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কামরুজ্জামান মিন্টু/আরএইচ/এএসএম