আন্তর্জাতিক

ইউক্রেনের পোকরোভস্ক দখলে মরিয়া রাশিয়া, লক্ষাধিক সৈন্য মোতায়েন

ইউক্রেনের পোকরোভস্ক দখলে মরিয়া রাশিয়া, লক্ষাধিক সৈন্য মোতায়েন

পূর্ব ইউক্রেনের কৌশলগত শহর পোকরোভস্ক দখলে মরিয়া চেষ্টা করছে রাশিয়া। সেখানে অন্তত ১ লাখ ১০ হাজার রুশ সৈন্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় সামরিক বাহিনী। শুক্রবার (২৭ জুন) ইউক্রেনের সেনাপ্রধান ওলেক্সান্দর সিরস্কি এক বিবৃতিতে এ দাবি করেন।

Advertisement

তিনি বলেন, বর্তমানে ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ ফ্রন্টলাইনের সবচেয়ে উত্তপ্ত রণক্ষেত্র হলো পোকরোভস্ক অঞ্চল।

রাশিয়া প্রায় এক বছর ধরে পোকরোভস্ক দখলে একের পর এক হামলা চালিয়ে গেলেও এখনো সেটি দখল করতে পারেনি। সেনা সংখ্যা ও অস্ত্রে স্পষ্টভাবে এগিয়ে থাকলেও রাশিয়ার অগ্রগতি থমকে গেছে। শহরটি দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল পূর্ণ দখলের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষিত লক্ষ্য অর্জনের গুরুত্বপূর্ণ অংশ।

আরও পড়ুন>>

Advertisement

রাশিয়ায় হামলা: যুদ্ধের নিয়ম বদলে দিলো ইউক্রেনের অপারেশন ‘স্পাইডার ওয়েব’ ইউক্রেনের দেড় শতাধিক ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার ‘শান্তি’ নিশ্চিত করতেই রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক: উ. কোরিয়া

পোকরোভস্ক ছোট শহর হলেও এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক ও রেল যোগাযোগ কেন্দ্র, যা অঞ্চলটির অন্যান্য সামরিক ঘাঁটির সঙ্গে সংযুক্ত। কস্তিয়ানতিনিভকা, ক্রামাতোর্স্ক ও স্লোভিয়ানস্কের সঙ্গে মিলে এটি দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেনীয় প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে বিবেচিত হয়।

যুদ্ধ শুরুর আগে শহরটিতে প্রায় ৬০ হাজার মানুষ বসবাস করতো। তবে ২০২২ সালের পূর্ণমাত্রার রুশ আগ্রাসনের পর অধিকাংশ বাসিন্দাই শহরত্যাগ করেছে। শহরটির কোকিং কয়লা খনি এ বছরের শুরুতে বন্ধ হয়ে গেলে কর্মীরাও এলাকা ছাড়তে শুরু করেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) জানিয়েছে, পোকরোভস্ক দখলে রাশিয়ার সম্মুখ অভিযান পরিকল্পনা ইউক্রেনীয় প্রতিরক্ষা কৌশলের মুখে ব্যর্থ হয়েছে। ড্রোন ও স্থল বাহিনীর সমন্বিত ব্যবহারে ইউক্রেন গুরুত্বপূর্ণ প্রতিরোধ গড়ে তোলে।

এছাড়া দক্ষিণের কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর অপ্রত্যাশিত হামলার কারণে রাশিয়া সেখানে সেনা সরিয়ে নেয়, যার ফলে পোকরোভস্কে আগ্রাসন দুর্বল হয়ে পড়ে। ইউক্রেনের দাবি, ওই অভিযানে প্রায় ৬৩ হাজার রুশ ও সাত হাজার উত্তর কোরীয় সেনা সরিয়ে নেওয়া হয়।

Advertisement

সিরস্কি বলেন, এই কৌশলগত অভিযানের কারণে আমরা মূল ফ্রন্টে শত্রুর চাপ কমাতে সক্ষম হই এবং আমাদের বাহিনী পুনর্গঠন করি। ফলে সেপ্টেম্বর ২০২৪ থেকে রাশিয়া যে পোকরোভস্ক দখলের ঘোষণা দিয়েছিল, তা এখনো বাস্তবায়িত হয়নি।

নতুন কৌশল

সম্প্রতি রাশিয়া শহরের চারদিকে ঘিরে ফেলার নতুন কৌশল নিয়েছে এবং দক্ষিণ ও উত্তর-পূর্ব দিক থেকে অবরোধ জোরদার করছে। আইএসডব্লিউ জানায়, রুশ বাহিনী বর্তমানে ১-২ জনের ছোট ছোট দলে মোটরসাইকেল, অল-টেরেইন ভেহিকেল ও বাগি দিয়ে হামলা চালাচ্ছে।

সিরস্কি শুক্রবার বলেন, রাশিয়া কেবল দোনেৎস্ক অঞ্চলের প্রশাসনিক সীমান্তে পৌঁছাতেই চায় না, বরং একটি মনস্তাত্ত্বিক ‘জয়’ দেখাতে চায়। তারা সেখানে রুশ পতাকা উড়িয়ে আরেকটি ভুয়া বিজয় ঘোষণা করতে চায়।

সূত্র: সিএনএনকেএএ/