দেশজুড়ে

বিএনপি থেকে বহিষ্কার ‘বালু সম্রাট’ আব্দুল কাইয়ুম

বিএনপি থেকে বহিষ্কার ‘বালু সম্রাট’ আব্দুল কাইয়ুম

নরসিংদীর ‘বালু সম্রাট’ হিসেবে পরিচিত ও সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল কাইয়ুম সরকারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

Advertisement

বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য প্রকাশ করা হয়। বহিষ্কারের প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাড. মো. তাইফুল ইসলাম টিপুর সই রয়েছে।

এতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি আদর্শ ও সংহতি পরিপন্থি অনৈতিক কার্যকলাপের জন্য নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল কাইয়ুম সরকারকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

স্থানীয়রা বলেন, কাইয়ুম একজন বালু খেকো। তিনি নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের দিলালপুর মৌজায় বালু মহলের ইজারা নেন। কিন্তু ইজারার সীমানা পাড় হয়ে আরও কয়েক কিলোমিটার দূরে আলোকবালী ইউনিয়নের নেকজানপুর ও গৌরিপুরার চর এলাকার মধ্যবর্তী স্থান থেকে বালু উত্তোলন করে আসছেন। এছাড়া ইজারার শর্ত অনুযায়ী কাটিং ড্রেজার দিয়ে বালু কাটার কথা থাকলেও তিনি তা না করে প্রতিনিয়ত একাধারে ১৫-২০টি চুম্বক ড্রেজার দিয়ে বালু কাটেন।

Advertisement

স্থানীয়রা আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে আলোকবালীর নেকজানপুর ও গৌরিপুরার চর এলাকার মধ্যবর্তী স্থানে চুম্বক ড্রেজার বসিয়ে মেঘনা নদী থেকে অবাধে বালু উত্তোলনের ফলে নদী ভাঙনে এলাকাবাসীর ঘর বিলীন হয়ে গেছে। ফলে ঘরহারা হয়েছে অনেক মানুষ। এ নিয়ে প্রতিবাদ করলেই তার ক্যাডার বাহিনী দিয়ে মানুষের ওপর হামলা চালিয়েছে। এ নিয়ে জেলা প্রশাসক বরাবর এলাকাবাসী অভিযোগ দিয়েছেন।

স্থানীয় ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আকরামুল ইসলাম সমির জানান, আব্দুল কাইয়ুম মেঘনায় অবৈধভাবে বালু ব্যবসা করে শতকোটি টাকার মালিক বনে গেছেন। তার কারণে ত্যাগী বিএনপি কর্মীরা কোণঠাসা হয়ে পড়েছিলেন। তার বিরুদ্ধে রাজ্জাক চেয়ারম্যান হত্যাসহ ৪টি হত্যা মামলা, অবৈধভাবে অন্যের জমি জবরদখল করে মাটি ভরাট করা, অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন, চাঁদাবাজির অভিযোগসহ বেশ কিছু অভিযোগ রয়েছে। তার বহিষ্কারের খবরে আলোকবালীতে খুশির আমেজ বিরাজ করছে। তারা বালু খেকো কাইয়ুমের বহিষ্কারের খুশিতে মিষ্টি বিতরণ করেছে।

ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হুঁশিয়ারি দিয়েছেন দলের নাম ভাঙিয়ে যারা অপকর্ম করবে তাদের দলে ঠাঁই হবে না। কাইয়ুমের এই বহিষ্কার দলের জন্য সুফল বয়ে নিয়ে আসবে। ভবিষ্যতে দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করার সাহস পাবে না। তার এই বহিষ্কারে এলাকাবাসী খুশি।

এ বিষয়ে নরসিংদী জেলা বিএনপির দপ্তর সম্পাদক মনিরুল হক জাবেদ বলেন, বহিষ্কার আদেশ আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে পেয়েছি। এ বিষয়ে জেলা বিএনপি থেকে আমাকে কিছু জানানো হয়নি।

Advertisement

সজ্ঞিত সাহা/জেডএইচ/জিকেএস