টঙ্গীতে ডোবার পানিতে তলিয়ে দুই শিশুর মৃত্যুর হয়েছে। শনিবার (২৮ জুন) দুপুরে এরশাদনগর গোদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এসময় আরও এক শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
Advertisement
নিহতরা হলো এরশাদনগর এলাকার মফিজ মিয়ার ছেলে আবু রায়হান (১২) ও একই এলাকার তোফায়েলের ছেলে ওসমান গনী (১১)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে এরশাদনগর গোদারাঘাট এলাকায় বিলের কাছে ফুটবল খেলছিল একদল শিশু। এসময় ফুটবল পাশের একটি ডোবায় পরে গেলে তা আনতে যায় রায়হান ও ওসমান। তখন তারা ডোবার পানিতে তলিয়ে গেলে অপর এক শিশু তাদের উদ্ধার করতে নামে।
একপর্যায়ে সেও তলিয়ে গেলে অন্য শিশুদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করে। এর আগে দুই শিশুর মৃত্যু হয়।
Advertisement
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মো. আমিনুল ইসলাম/জেডএইচ/জেআইএম