স্বাস্থ্য

করোনা শনাক্ত নিম্নমুখী, ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু

করোনা শনাক্ত নিম্নমুখী, ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ক্রমেই কমছে। গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে করোনায় মৃত্যু বেড়ে দাঁড়ালো ২১ জনে। আর ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে সাতজন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৫২ হাজার ৮০ জন।

Advertisement

শনিবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৮২ জনের নমুনা পরীক্ষা করে সাতজনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। চলতি বছর মোট নমুনা পরীক্ষা করা হয়েছে সাত হাজার ৭৩৬ জনের। এতে করোনাভাইরাস শনাক্ত হন ৫৩৫ জন। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৫৭ লাখ ৩১ হাজার ৪২২ জনের।

চলতি বছর করোনায় মোট ২২ জনের মৃত্যু হয়েছে। দেশে শুরু থেকে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২১ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ৬১ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ৩ দশমিক ৮৭ শতাংশ। সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

Advertisement

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর একই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এসইউজে/এমএএইচ/জেআইএম