জাতীয়

জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ৩৭ সদস্যের জাতীয় কমিটি গঠন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ৩৭ সদস্যের জাতীয় কমিটি গঠন

দেশব্যাপী ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উদযাপনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সভাপতি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে কর্মসূচি সমন্বয়ক করে ৩৭ সদস্য বিশিষ্ট জাতীয় কমিটি গঠন করেছে সরকার।

Advertisement

বৃহস্পতিবার (২৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক শাখা থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি অর্থনৈতিক) স্বাক্ষরিত প্রজ্ঞাপনের কার্য পরিধিতে বলা হয়, দেশব্যাপী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস সমূহ উদযাপনের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা ও কর্মসূচির বিষয়ে দিকনির্দেশনা প্রদান, জুলাই আগস্ট গণঅভ্যুত্থান দিবস সম উদযাপন সংক্রান্ত বিষয়ে নির্বাহী কমিটি কর্তৃক গৃহীত কার্যক্রমের তত্ত্বাবধান সমন্বয় সাধন পরিবীক্ষণ ও অগ্রগতি পর্যালোচনা, কমিটি প্রয়োজনে সদস্য কোঅপট করতে পারবে।

কমিটির সভা প্রয়োজন অনুসারে অনুষ্ঠিত হবে এবং মন্ত্রী পরিষদ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা করবে।

Advertisement

এমইউ/এমআইএইচএস/জেআইএম